৮ জুন, ২০২৪, পবিত্র হজ পালনের জন্য ৭২ হাজার ৪১৫ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। শনিবার (৮ জুন) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ১৮৫টি ফ্লাইটে তারা মক্কা ও মদিনায় পৌঁছান।
এই হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৪ হাজার ৫৫০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬৭ হাজার ৮৬৫ জন। উল্লেখ্য যে, এ বছর হজযাত্রীদের জন্য আবেদনের বিপরীতে শতভাগ ভিসা ইস্যু করা হয়েছে।
৯ মে: বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
৮ জুন: মোট ১৮৫টি ফ্লাইটে করে ৭২ হাজার ৪১৫ জন হজযাত্রী সৌদিতে পৌঁছান।
১২ জুন: হজের শেষ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবে।
এবারের হজে এখন পর্যন্ত মোট ১২ জন হজযাত্রী মারা গেছেন।হজযাত্রীদের জন্য সহায়তার জন্য হেল্পডেস্ক স্থাপন করা হয়েছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!