সুনামগঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি : নাইম তালুকদার।।
বর্তমান পরিস্থিতি বিবেচনায় রেখে শান্তিগঞ্জ উপজেলার প্রতিটা পূজা মন্ডপের নিরাপত্তা জোরদার রাখার স্বার্থে ও শারদীয় দুর্গাপূজা দেখতে বিভিন্ন পুজা মণ্ডপ পরিদর্শন করেছেন শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি ) আকরাম আলী।
শুক্রবার (১১ অক্টোবর ) সকাল থেকে সন্ধ্যা পযর্ন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন অফিসার ইনচার্জ আকরাম আলী।
পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্বরত পুলিশ সদস্য ও তদারকি কর্মকর্তাদেরকে সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশনা দেন ওসি আকরাম।আলী।
পরিদর্শনের সময় পূজামণ্ডপ ও তার আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় সিসি ক্যামেরার ব্যবহার নিশ্চিত করতে পূজা কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শতভাগ নিরাপত্তার মধ্যে উদযাপনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক তাদের পাশে আছে বলে সকলকে আশ্বস্ত করেন ওসি।
মন্তব্য করার জন্য লগইন করুন!