শুভ কর্মকার।। শারদীয় দুর্গাপূজার শেষ দিন আজকে। ঘোড়ায় চড়ে দেবী দুর্গা মত্য ছেড়ে কৈলাসে যাবেন। প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে আজ শেষ হতে চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব। পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠানের শেষ দিন আজকে।
দশমীতে মঙ্গলবার সকাল থেকে ঢাকের বাদ্য, শঙ্খনাদ আর উলুধ্বনিতে পূজা মণ্ডপে চলছে দেবীর কাছে মঙ্গলকামনা। বিজয়া দশমীর দিনটি ভক্তদের কাছে যেমন উৎসবের, অপরদিকে বেদনার। সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী, বিসর্জনের মধ্য দিয়ে ‘পিতৃগৃহ’ থেকে পুত্র-কন্যা নিয়ে দেবী দুর্গা ফিরে যাবেন কৈলাসে ‘স্বামীর’ ঘরে।
বিজয়ার দশমী দিনে পূজা অর্চনা শেষে স্বামী, সন্তান ও পরিবারের মঙ্গল কামনা করে নারীরা সিঁদুর খেলায় মেতে উঠেন। সিঁদুর খেলার আনন্দ শেষ করে বিকেলে বা সন্ধ্যায় প্রতিমা বিসর্জন করা হয়। প্রতিমা বিসর্জন মধ্য দিয়ে শারদীয় দুর্গা পূজার সমাপ্তি ঘটে।
মন্তব্য করার জন্য লগইন করুন!