আল্লাহ, যিনি অতি দয়ালু ও পরম করুণাময়, তিনি বান্দাদের প্রতি অফুরন্ত রহমত প্রদান করেন। কোরআন ও হাদিসে রহমত লাভের অসংখ্য উপায় বর্ণিত হয়েছে।
১. ঈমান ও আনুগত্য:
আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনা এবং তাদের আদেশ-নিষেধ মেনে চলা আল্লাহর রহমত লাভের প্রাথমিক শর্ত।
আয়াত: "আর তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো, যাতে তোমরা দয়া লাভ করতে পারো।" (আলে ইমরান, ১৩২)
২. নেক আমল:নামাজ, রোজা, হজ্ব, যাকাত, সদকা, দান-খয়রাত, এতিমদের সাহায্য, দুর্বলদের প্রতি সহানুভূতি প্রদর্শন করা ইত্যাদি নেক আমল আল্লাহর রহমত লাভের মাধ্যম।
আয়াত: "নিশ্চয়ই আল্লাহর অনুগ্রহ সৎকর্মপরায়ণদের নিকটবর্তী।" (আরাফ, ৫৬)
৩. আল্লাহর ভয় ও তাকওয়া:আল্লাহর প্রতি ভীতি ও তাকওয়া অবলম্বন করা আল্লাহর রহমত লাভের অন্যতম উপায়।
আয়াত: "আর আমার দয়া—তা প্রত্যেক বস্তুতে ব্যাপ্ত। সুতরাং আমি তা তাদের জন্য নির্ধারিত করব, যারা তাকওয়া অবলম্বন করে, জাকাত দেয় এবং আমার নিদর্শনে বিশ্বাস করে।" (আরাফ, ১৫৬)
৪. দু'আ ও প্রার্থনা:আল্লাহর কাছে নিয়মিত দু'আ ও প্রার্থনা করা রহমত লাভের দরজা খুলে দেয়।
আয়াত: "হে আমাদের প্রতিপালক! আপনি আমাদেরকে আপনার পক্ষ থেকে অনুগ্রহ দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করুন।" (কাহফ, ১০)
৫. ক্ষমা প্রার্থনা:
নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা রহমত লাভের মাধ্যম।
আয়াত: "সে বলল, হে আমার সম্প্রদায়! তোমরা কেন কল্যাণের আগে অকল্যাণ ত্বরান্বিত করতে চাইছ? কেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছ না, যাতে তোমরা অনুগ্রহভাজন হতে পারো?" (নামল, ৪৬)
৬. ইহসান:
নিজের ও অন্যের প্রতি সদয় আচরণ, দান-শোনা, সাহায্য-সহানুভূতি প্রদর্শন করা ইহসানের অন্তর্ভুক্ত। ইহসান আল্লাহর রহমত লাভের মাধ্যম।
আয়াত: "নিশ্চয়ই আল্লাহর অনুগ্রহ সৎকর্মপরায়ণদের নিকটবর্তী।" (আরাফ, ৫৬)
মন্তব্য করার জন্য লগইন করুন!