লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। এটি একাত্মবাদের মূল কথা এবং কলমার প্রথম অংশ। এই কলমা স্পষ্ট করে যে আল্লাহ এক এবং তাঁর কোনো শরিক নেই।
জান্নাতে প্রবেশের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ কলমা অপরিহার্য। হজরত জায়েদ ইবনে আরকাম (রাঃ) রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেছেন যে, যে ব্যক্তি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে জান্নাতে প্রবেশ করবে।
ইখলাসের সাথে কলমা বলার অর্থ হলো কেবল আল্লাহর জন্যই ইবাদত করা এবং হারাম কাজ থেকে বিরত থাকা।
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জমানায় এক যুবকের ইন্তেকাল হচ্ছিল। কিন্তু সে কলমা উচ্চারণ করতে পারছিল না। রাসুলুল্লাহ যুবকের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, "কী হয়েছে?"
যুবক বলল, "ইয়া রাসুলুল্লাহ! আমার দিলের ওপর যেন একটি তালা লেগে আছে।"
অনুসন্ধানের পর জানা গেল যে যুবক তার মাকে কষ্ট দিয়েছে। রাসুলুল্লাহ যুবকের মাকে জিজ্ঞেস করলেন, "যদি কেউ তোমার ছেলেকে আগুনে নিক্ষেপ করতে চায়, তুমি কি তাকে বাঁচানোর জন্য সুপারিশ করবে?"
মা বললেন, "হ্যাঁ, ইয়া রাসুলুল্লাহ!"
রাসুলুল্লাহ বললেন, "তাহলে তুমি তোমার ছেলেকে ক্ষমা করে দাও।"
মা যুবককে ক্ষমা করার পর সে কলমা উচ্চারণ করতে সক্ষম হল।
একবার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুতবায় বলেছিলেন, "যে ব্যক্তি কোনো ভেজাল ছাড়াই লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে।"
হজরত আলী (রাঃ) জিজ্ঞেস করলেন, "ইয়া রাসুলুল্লাহ! ভেজাল বলতে কী বোঝায়?"
রাসুলুল্লাহ বললেন, "দুনিয়ার প্রতি ভালোবাসা এবং তার তালাশে লেগে যাওয়া।"
আল্লাহ আমাদের সবাইকে ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ কলমায় একাত্ম হওয়ার তৌফিক দান করুন।
লগইন
ছবি ইন্টারনেট থেকে সংগ্রহীত
মন্তব্য করার জন্য লগইন করুন!