মুমিনের ওপর মুমিনের অন্যতম অধিকার হলো জানাজায় অংশ নেওয়া। এ নামাজ ফরজে কেফায়া এবং এতে রয়েছে বিশাল সওয়াবের প্রতিশ্রুতি। হাদিসে এসেছে—দাফন পর্যন্ত সঙ্গে থাকলে দুই কিরাত সওয়াব লাভ হয়, যার একটি উহুদ পাহাড়সমান।
ইসলাম ধর্মে মৃত্যু অবশ্যম্ভাবী সত্য হিসেবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনের সূরা আলে–ইমরান এর ১৮৫ নম্বর আয়াতে বলেন— "প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।"
এক মুসলমানের ওপর অন্য মুসলমানের অধিকার সম্পর্কে সাহাবি আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, রসুলুল্লাহ ﷺ বলেছেন—
“এক মুসলমানের ওপর অন্য মুসলমানের পাঁচটি হক রয়েছে— সালামের জবাব দেওয়া, রোগীকে দেখতে যাওয়া, জানাজায় অংশ নেওয়া, দাওয়াত গ্রহণ করা এবং হাঁচির উত্তর দেওয়া।” (রিয়াদুস সালেহিন : ৯০০)
জানাজায় অংশ নেওয়ার ফজিলত বিষয়ে আরেক বর্ণনায় হজরত আবু হুরায়রা (রা.) জানান, রসুলুল্লাহ ﷺ বলেছেন—
“যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশা নিয়ে জানাজার সঙ্গে যাবে, জানাজা পড়বে এবং দাফন পর্যন্ত সঙ্গে থাকবে— সে দুই কিরাত সওয়াব পাবে। একটি কিরাত উহুদ পাহাড়ের সমান। আর শুধু জানাজা পড়ে ফিরে এলে সে এক কিরাত সওয়াব লাভ করবে।” (রিয়াদুস সালেহিন : ৯৩৫)
জানাজার নামাজের সংক্ষিপ্ত নিয়ম
নিয়ত: “জানাজার চার তাকবিরসহ ফরজে কেফায়া নামাজ আদায়ের নিয়ত করছি।”
প্রথম তাকবির: সানা পড়া
দ্বিতীয় তাকবির: দরুদ শরিফ
তৃতীয় তাকবির: মৃতের জন্য দোয়া
চতুর্থ তাকবির: সালাম
জানাজার মূল উদ্দেশ্য হলো মৃত ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করা এবং মুমিন হিসেবে তার প্রতি শেষ দায়িত্ব পালন করা।
লগইন
জানাজার নামাজে অংশ নিলে যে সওয়াবের প্রতিশ্রুতি | ছবি সংগ্রহীত
মন্তব্য করার জন্য লগইন করুন!