স্টাফ রিপোর্টার - ইমরান হক।।
গত ১ বছরে ১৫ লক্ষ মানুষের চাকরির ব্যবস্থা করেছে আফগানিস্তানের তালেবান নেতৃত্বাধীন ইমারাতে ইসলামিয়ার সরকার।
সোমবার (৯ সেপ্টেম্বর) দেশটির শ্রম ও সমাজ মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদনে একথা জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ১ বছরে ১৫ লক্ষ মানুষের চাকরির ব্যবস্থা করেছে ইমারাত ইসলামিয়ার সরকার। ভিন্ন ভিন্ন খাতে ১৫টি সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে জাতীয় শ্রম ও সমাজ মন্ত্রণালয় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাদের কর্মসংস্থান করে দেয়।
এছাড়া ৭৪ হাজার ৭৩৮ জনকে চাকরি বাজারের চাহিদা অনুযায়ী কারিগরী ও বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে কর্মক্ষম করে তোলা হয়। ১ লক্ষ ১৮ হাজার ৭৫৫ জন গৃহায়ণ-গৃহস্থালি কর্মজীবী ও ৩ হাজার ৩৮১ জন বিদেশী নাগরিককে দেওয়া হয় ওয়ার্ক পারমিট। লাইসেন্স দেওয়া হয়েছে প্রশিক্ষণমূলক ১৫টি কারিগরী প্রতিষ্ঠানকে। কারিগরী প্রশিক্ষণ, বৃত্তিমূলক শিক্ষা, মানবিক সহায়তা ও সেবামূলক পরিষেবা বাড়াতে ৬৮টি সংস্থার চুক্তি সাক্ষর করা হয়েছে। এর থেকে ৬০ হাজার মানুষ উপকৃত হবে। ৩ হাজার ব্যক্তির কর্মসংস্থান তৈরি হবে।
প্রতিবেদনে আরো বলা হয়, ৬ হাজার ৩৪১ জন এতিমকে আর্থিক ও সামাজিকভাবে সহায়তা করা হয়েছে। শিক্ষার সুযোগ করে দেওয়া হয়েছে ১০ হাজার ২৯৭ শিশুকে। বিভিন্ন ইন্টার-এজেন্সি চুক্তির আওতায় স্বাবলম্বী হতে সহায়তা করা হয়েছে ৮ লক্ষ ২ হাজার ২৫২টি দুর্বল ও নিম্ন আয়ের পরিবারকে।
দেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, কাজের গতিশীলতা, কারিগরী প্রশিক্ষণ ও বৃত্তিমূলক শিক্ষা এবং শ্রম বাজার নিয়ে প্রদেশগুলোর পাশাপাশি বিশেষত পিছিয়ে থাকা ৭টি অঞ্চলে বিস্তৃত পরিসরে গবেষণা হয়েছে। বৈদেশিক কর্মসংস্থানের প্রতিশ্রুতি পূরণে ইমারাতে ইসলামিয়ার সরকার কাতার, রাশিয়া ও আরব আমিরাতের সাথে সমন্বিতভাবে কাজ করছে। এর আওতায় বিদেশের মাটিতে দক্ষ ও আধা-দক্ষ আফগান কর্মীদের নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!