ইমান আমল দ্বারা পূর্ণতা লাভ করে। গুনাহ করার পর তওবা করা আবশ্যক। বারবার কবিরা গুনাহ করা থেকে বিরত থাকা উচিত।
সমাজে ইমাম-মুয়াজ্জিনদের দায়িত্ব হলো মানুষকে সঠিক পথ দেখানো। তাদের আচরণ ও আমল ন্যায়সঙ্গত ও অনুকরণযোগ্য হওয়া উচিত।
মসজিদে শুধুমাত্র ইবাদত করা উচিত। সালাম-কালাম, আড্ডা দেওয়া, বা বাজার করার মতো কাজ এড়িয়ে চলা উচিত।
ইমামদের জরুরি মাসয়ালা-মাসায়েল সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক। তাদের সঠিক তেলাওয়াত ও নামাজের নিয়ম জানা উচিত।
নামাজে নিজস্ব কণ্ঠে তেলাওয়াত করা উচিত, অন্যের সুর নকল করা ঠিক নয়।হাদিসে বর্ণিত হয়েছে যে, বিশুদ্ধ তেলাওয়াতকারী ইমামদের হাশরের ভয়াবহতা থেকে রক্ষা করা হবে।
লেখাটিতে ইমান, আমল, মসজিদের মর্যাদা, এবং ইমাম-মুয়াজ্জিনদের দায়িত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা করা হয়েছে। লেখকের বক্তব্য স্পষ্ট, সংক্ষিপ্ত এবং যুক্তিযুক্ত।
মন্তব্য করার জন্য লগইন করুন!