আবু রাসেল সুমন ব্যাুরো প্রধান:খাগড়াছড়ি।।
গাজায় যুদ্ধবিরতি আইন লঙ্ঘন করে নিরহ ফিলিস্তিনের মজলুম জনগনের উপর দখলদার ইজরায়েল বাহিনীর নির্বিচারে গনহত্যার প্রতিবাদে খাগড়াছড়ির মাটিরাঙায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙলবার( ৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় মাটিরাঙা উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যােগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ সমাবেশে মাটিরাঙা পৌর ছাত্রদলের আহবায়ক নুর মোহাম্মদ রাব্বি'র সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের সদস্যসচিব আব্দুর রহমান রানার সঞ্চালনায় আরিফুর রহমান পাটোয়ারী সজল,আহ্বায়ক মাটিরাঙ্গা উপজেলা ছাত্রদল।
নাজিউর রহমান মঞ্জু, সদস্য সচিব, উপজেলা ছাত্রদল। এছাড়াও ছাত্রদল নেতা শাহিন,খোরশেদ আলম,সুমন,মহিন উদ্দিন,লিয়ন,আসাদ বক্তব্য রাখেন।
বক্তরা বলেন, দখলদার ইসরায়েল বাহিনীর নির্বিচার হামলায় গাজা এখন মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে।
গাজাজুড়ে নারী শিশুদের আর্তনাদে বাতাস ভারী হয়ে
উঠেছে।তা ছাড়া গাজায় ইসরাইলি আগ্রাসনে সবচেয়ে বেশি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে নারী ও শিশুরা। নতুন করে গাজায় শুরু করা হামলায় এখন পর্যন্ত এক হাজার ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে তিন হাজার এর বেশি। এ নিয়ে গত ১৭ মাসের যুদ্ধে গাজায় নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে লক্ষাধিক। সেই সাথে গাজায় লাখ লাখ ফিলিস্তিনি আহত হয়েছে। রাফার নারী ও শিশুরা ধ্বংসস্তূপের নিচে জীবন যাপন করছে।আজ সময় এসেছে বিশ্বব্যাপী মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে এই দখলদার ইসরায়েলকে প্রতিরোধ করার।
মন্তব্য করার জন্য লগইন করুন!