গাজীপুরের টঙ্গীতে চলমান বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে দুই মুসল্লির মৃত্যু হয়েছে।
জানা গেছে, সোমবার (৫ ফেব্রুয়ারি) রাতে ইজতেমা ময়দানে অসুস্থ হয়ে পড়েন আমির আলী শেখ (৬৫)। তাঁকে দ্রুত টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শুরায়ি নিজামের (জুবায়ের অনুসারী) ইজতেমার গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, একই রাতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উমেদ আলী শেখের ছেলে আমির হোসেন নামের আরও এক মুসল্লির মৃত্যু হয়।
মঙ্গলবার ফজরের নামাজের পর ইজতেমা ময়দানে জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। দ্বিতীয় ধাপের ইজতেমায় এ পর্যন্ত দুই মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!