গাছপালা আল্লাহর অপূর্ব সৃষ্টি। কোরআন ও হাদিসে বিভিন্ন উদ্ভিদ, ফলমূল এবং শাকসবজির কথা উল্লেখ করা হয়েছে। এগুলো শুধু খাবার ও ওষুধ হিসেবেই নয়, বরং মানুষের জন্য উপদেশ, উপমা এবং জীবনের দিকনির্দেশনাও দেয়। কোরআনের বিভিন্ন আয়াতে এবং রাসুলুল্লাহ (সা.)-এর হাদিসে গাছপালা ও ফলের পুষ্টিগুণ, উপকারিতা এবং ব্যবহারিক পদ্ধতি সম্পর্কে আলোচনা পাওয়া যায়।
আজ আমরা পবিত্র কোরআনে উল্লেখিত কিছু গুরুত্বপূর্ণ ফল এবং গাছপালা নিয়ে আলোচনা করবো, যেগুলো শুধুমাত্র পুষ্টিকর নয় বরং আধ্যাত্মিকভাবেও তাৎপর্যপূর্ণ।
মান্না: জান্নাতি খাদ্য
‘মান্না’ বলতে বোঝানো হয় ব্যাঙের ছাতার মতো দেখতে মাশরুম। এটি বনি ইসরাইলের জন্য জান্নাত থেকে প্রেরণ করা হয়েছিল। মাশরুমকে চোখের রোগের মহৌষধ হিসেবে উল্লেখ করা হয়েছে।
আল্লাহ বলেন,
‘তোমাদের জন্য মান্না ও সালওয়া প্রেরণ করেছি।’ (সুরা বাকারা, আয়াত ৫৭)
রাসুল (সা.) বলেন,
‘মান্না চোখের রোগ নিরাময়ে সহায়ক।’ (তিরমিজি, হাদিস: ২৩৩)
খেজুর: পুষ্টি ও রোগ প্রতিরোধক
খেজুরকে বলা হয় জান্নাতি ফল। এটি শক্তি বৃদ্ধি করে এবং বিভিন্ন রোগ প্রতিরোধে কার্যকর।
কোরআনে বলা হয়েছে,
‘আমরা তাতে সৃষ্টি করেছি খেজুরগাছ এবং আঙ্গুরগাছ।’ (সুরা ইয়াসিন: ৩৪)
রাসুলুল্লাহ (সা.) বলেন,
‘ভোরে সাতটি আজওয়া খেজুর খেলে সেদিন বিষ ও জাদু ক্ষতি করতে পারবে না।’ (বুখারি, হাদিস: ৫৪৪৫)
জয়তুন: বরকতময় তেল
জয়তুন মহানবী (সা.)-এর প্রিয় ফলগুলোর একটি। এর তেল শরীর ও চুলের জন্য উপকারী।
আল্লাহ বলেন,
‘জলপাই ও আঙ্গুরের গাছ, যা তুর সীনার পাশে উৎপন্ন হয়।’ (সুরা মুমিনুন: ২০)
রাসুল (সা.) বলেন,
‘জয়তুনের তেল খাও এবং শরীরে লাগাও। এটি বরকতময় গাছের তেল।’ (তিরমিজি, হাদিস: ১৮৫১)
ডালিম: জান্নাতি ফলের প্রতীক
ডালিম বা আনার একাধিকবার কোরআনে উল্লেখিত। এটি স্বাস্থ্যকর এবং অপচয় না করার শিক্ষা দেয়।
আল্লাহ বলেন,
‘ডালিম এবং জয়তুন তোমরা তার ফল থেকে আহার করো এবং ফল কাটার সময় হক আদায় করো।’ (সুরা আনআম: ১৪১)
শসা ও পেঁয়াজ: প্রাচীনকালের প্রয়োজনীয় খাদ্য
বনি ইসরাইলের দাবি করা খাদ্যগুলোর মধ্যে শসা ও পেঁয়াজ উল্লেখযোগ্য। শসার হাইড্রেটিং বৈশিষ্ট্য এবং পেঁয়াজের পুষ্টিগুণ আল্লাহর নেয়ামত।
কোরআনে বলা হয়েছে,
‘তোমাদের জন্য শাকসবজি, কাঁকুড়, পেঁয়াজ উৎপাদন করো।’ (সুরা বাকারা: ৬১)
লাউ: রাসুল (সা.)-এর প্রিয় খাবার
লাউকে রাসুলুল্লাহ (সা.) অত্যন্ত ভালোবাসতেন। এটি হজরত ইউনুস (আ.)-এর ঘটনাতেও উল্লেখ রয়েছে।
কোরআনে বলা হয়েছে,
‘আমি তার ওপর একটি লতাগাছ উৎপন্ন করলাম।’ (সুরা সাফফাত: ১৪৬)
সরিষা: আধ্যাত্মিক উদাহরণ
আল্লাহ সরিষার দানার ক্ষুদ্রতার উদাহরণ দিয়ে বলেন,
‘যদি তা সরিষার দানা সমান হয় এবং তা কোনো পাথরের নিচে থাকে, তবু আল্লাহ তা বের করে আনবেন।’ (সুরা লুকমান: ১৬)
কোরআন ও হাদিসে উল্লেখিত এসব গাছপালা আমাদের দৈনন্দিন জীবনে পুষ্টি ও স্বাস্থ্য উপহার দেয়। পাশাপাশি এগুলো আধ্যাত্মিকভাবে আমাদের আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতে শেখায়। আসুন, আমরা আল্লাহর এই নেয়ামতের সঠিক কদর করি এবং এগুলোর ব্যবহারকে জীবনের অংশ বানাই।
আমিন।
মন্তব্য করার জন্য লগইন করুন!