মোঃ মাসুম পারভেজ।। আগামী ১২ ই এপ্রিল ২০২৫ রোজ শনিবার বিকেল তিন ঘটিকায় কড়ৈতলী মাদ্রাসাতুল আবরার আল ইসলামিয়া মহিলা শাখা ও এলাকাবাসীর উদ্যোগে "১ম বার্ষিক" তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে। স্থান কড়ৈতলী উদয়ন যুব সংঘের মাঠ বা কড়ৈতলী বাবুর দিঘীর পশ্চিমপাড় মাঠ, ফরিদগঞ্জ চাঁদপুর।
গুরুত্বপূর্ণ তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, বাংলার তারেক জামিল খ্যাত, ইসলামের বাণী প্রচারে বহিঃবিশ্বের বিভিন্ন রাষ্ট্র ভ্রমণকারী, বিশিষ্ট দিনের দ্বায়ী "আল্লামা নজরুল ইসলাম কাসেমী" ঢাকা।
এছাড়া প্রধান বক্তা হিসেবে মূল্যবান বক্তব্য পেশ করবেন, বিশিষ্ট আলেমেদ্বীন, সারা বাংলাদেশে আলোড়ণ সৃষ্টিকারী বক্তা, "মুফতি রেজাউল করিম আবরার" ঢাকা।
মূল্যবান আলোচনা পেশ করবেন, "হাফেজ মাওলানা অলি আহমদ" পীর সাহেব শাশীয়ালী।
এছাড়াও আলোচনা পেশ করবেন, "মাওলানা কারী নেয়ামতুল্লাহ ইউসুফ সাহেব" মুহতামিম, হযরত আসমা (রাঃ) মহিলা মাদ্রাসা, চাঁদপুর।
উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন, আলহাজ্ব মোহাম্মদ সালাউদ্দিন পাটোয়ারী সাহেব, সভাপতি, কড়ৈতলী বাজার জামে মসজিদ।
উল্লেখিত ছাড়াও আরো উলামায়ে কেরামগণ তাসরীফ আনিবেন।
অতএব, ১২ ই এপ্রিল ২০২৫ রোজ শনিবার বিকেল ৩ ঘটিকায় কড়ৈতলী উদয়ন যুব সংঘ মাঠ বা কড়ৈতলী বাবুর দিঘির পশ্চিমপাড় মাঠের তাফসীরুল কোরআন মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে দো-জাহানের কামিয়াবি হাসিল করুন।
১২ ই এপ্রিল ২০২৫ রোজ শনিবার বিকেল ৩ টায় কড়ৈতলী উদয়ন যুব সংঘ মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া কড়ৈতলী মাদ্রাসাতুল আবরার আল ইসলামিয়া মহিলা শাখা ও এলাকাবাসীর উদ্যোগে তাফসীরুল কোরআন ও মাহফিলে সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদের কে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীনি আলোচনায় অংশগ্রহণ করে সঠিক দ্বীন সম্পর্কে জানা ও বোঝার প্রয়োজনে উক্ত তাফসীরুল কুরআন মাহফিলে দলে দলে যোগদান করার আহ্বান জানিয়েছেন মাহফিল আয়োজক কমিটিও মাহফিলের স্বেচ্ছাসেবকগণ। এছাড়াও আয়োজক কমিটি মাহফিলের সর্বাঙ্গীণ সফলতা কামনা ও মাহফিল সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!