এইচ এম আরিফ হোসেন //
চাঁদপুর সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী রাকিব মাঝি ও তার ভাই সজীব মাঝির উদ্যোগে ৫০০ শতাধিক রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেন। ২২ মার্চ শুক্রবার ১১ রমযান চাঁদপুর পুরান বাজার ১নং ওয়ার্ড আঞ্চলিক শ্রম ও কল্যাণ অধিদপ্তর কার্যালয়ে ইফতার ও দোয়া আয়োজন করা হয়।
চাঁদপুর পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝির সুযোগ্য সন্তান রাকিব মাঝি আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। পবিত্র রমজান মাসে আসন্ন উপজেলা নির্বাচনে জয়যুক্ত হওয়ার লক্ষ্যে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় রাকিব মাঝি ও তার ভাই সজীব মাঝি ১ নং ওয়ার্ড নতুন রাস্তায় দিনমজুর রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেন। ১ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝির সুযোগ্য দুই সন্তানের কাছ থেকে ইফতার পেয়ে এলাকার অসহায় হতদরিদ্র মানুষ অত্যন্ত খুশি হয়ে তাদের মন থেকে দোয়া করতে দেখা যায়।
চেয়ারম্যান প্রার্থী রাকিব-মাজি জানান, এলাকার দরিদ্র মানুষদের পাশে থেকে তাদের জন্য কাজ করার জন্য উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আসন্ন সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যানের পদে বিজয়ী হওয়ার জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি। আমার বাবা মোহাম্মদ আলী মাঝি যেভাবে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে তদ্রূপ তার মত করে মানুষের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ। রমজান উপলক্ষে যতটুকু সম্ভব অসহায় মানুষের পাশে থেকে তাদের খাবার দিয়ে মুখে হাসি ফুটানোর চেষ্টা করে যাবো।
এদিকে পুরান বাজার কয়লা ঘাট শ্রম ও কল্যাণ অধিদপ্তর কার্যালয়ে বিভিন্ন এলাকা থেকে রোজাদার ব্যক্তিরা এসে ইফতার অনুষ্ঠানে যোগ দেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!