হবিগঞ্জের বানিয়াচংয়ে ৫ই আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৮ জন নিহত হন। আজ ২২ই আগষ্ট থানায় হত্যা মামলা রুজু করা হয়। মামলার আসামী করা হয়, সাবেক সংসদ সদস্য ময়েজউদ্দিন, সাবেক সংসদ সদস্য আব্দুল মজিদ খান, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান,ইউপি চেয়ারম্যান হায়দারুজ্জামান ধন মিয়া,মিজানুর রহমান, শাসসুল হক,আহাদ মিয়া,এরশাদ আলী, সামসুল আরেফিন, মন্জু দাস গুপ্ত,আওয়ামীলীগের সেক্রেটারী আঙ্গুর মিয়াসহ আওয়ামীলীগ,ছাত্রলীগ, যুবলীগ নেতৃবৃন্দ সহ১শত ৬৯ জনকে এজাহার ভূক্ত ও অগ্যাত পরিচয় ৩ শতাধিককে আসামী করে বানিয়াচং থানায় মামলা করেন ছানু মিয়া।
মামলায় আসামীদের এলোপাতাড়ি গুলি করে হত্যা ও আহতের অভিযোগ করা হয়। ঘটনার পর থেকেই সবাই পলাতক রয়েছেন। যুবলীগ নেতা সেবুল চৌধুরীকে ধরিয়ে দিতে অনেকে ফেইস বুকে ছবি সহ অনুরোধ করেছেন। মামলা হওয়ায় বানিয়াচংয়ে আজ মশাল মিছিল হয়েছে এবং আসামীদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানানো হয়েছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!