মাদারীপুর, মাদারীপুরের ডাসার উপজেলায় মানবপাচারের অভিযোগে মিলন মাতুব্বর (৪০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (০৩ জুলাই) রাতে ডাসার থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম এলাকার রাজিব হোসেন, আরিফ সরদার ও হাবিব নামে তিন যুবককে ইতালি নেয়ার প্রলোভন দেখিয়ে মিলন লিবিয়ায় নিয়ে যায়।
লিবিয়ায় নিয়ে যাওয়ার পর তাদের একটি বন্দি শিবিরে আটকে রেখে টাকার জন্য নির্যাতন করে।
লিবিয়ায় আটক থাকাকালীন তিন যুবকের পরিবারের কাছ থেকে মিলন মাতুব্বর মোট ৪৫ লাখ টাকা আদায় করে।
পরবর্তীতে লিবিয়ায় অবস্থানরত এক মাফিয়াকে মুক্তিপন দিয়ে ওই তিন যুবক দেশে ফিরে আসে।
এই ঘটনায় রাজিব হোসেন বাদী হয়ে গত মঙ্গলবার ডাসার থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা দায়ের করেন।
মামলার পর ডাসার থানার পুলিশ অভিযান চালিয়ে বুধবার রাতে রাজৈর উপজেলার বদরপাশা গ্রাম থেকে মিলন মাতুব্বরকে গ্রেফতার করে।
নির্যাতনের শিকার আরিফ সরদার বলেন, "আমাদের লিবিয়ায় অমানুষিকভাবে নির্যাতন করা হয়েছে। নির্যাতনের ফলে শরীরে পচন ধরে গিয়েছিল। ঠিকমত খাবারও দেওয়া হত না। মিলন আমাদের জিম্মি করে তিন পরিবারের কাছ থেকে ৪৫ লাখ টাকা আদায় করে। আমরা মিলনের বিচার চাই।"
ডাসার থানার ওসি শফিকুল ইসলাম জানান, "মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলায় মিলন মাতুব্বরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিককে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।"
মিলন মাতুব্বর বদরপাশা গ্রামের শাজা মাতুব্বরের ছেলে।লিবিয়ায় আটক থাকাকালীন রাজিব হোসেনের পরিবারের কাছ থেকে মিলন ১৫ লাখ টাকা, আরিফ সরদারের পরিবারের কাছ থেকে ১৫ লাখ টাকা এবং হাবিবের পরিবারের কাছ থেকে ১৫ লাখ টাকা আদায় করে।
মন্তব্য করার জন্য লগইন করুন!