সময় প্রবাহমান, আর এই স্রোতে ঘটে চলে নানা ঘটনা। এসব ঘটনা একসময় অতীত হয়ে ইতিহাসের অংশ হয়ে ওঠে। ইতিহাস মানুষের চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস হয়ে থাকে। আজ, ২১ জানুয়ারি ২০২৫, একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা:
ঘটনাবলি:
১৭৩৭: পূর্ব ভারতের বঙ্গোপসাগরে ভয়াবহ ঝড়ের তাণ্ডবে তিন লক্ষ মানুষের প্রাণহানি ঘটে।
১৭৬২: ইংল্যান্ড ও স্পেনের মধ্যে যুদ্ধ শুরু হয়।
১৭৯৩: ফরাসি সম্রাট ষোড়শ লুইকে শুলে চড়িয়ে হত্যা করা হয়।
১৮৪৬: চার্লস ডিকেন্স সম্পাদিত ‘দি ডেইলি নিউজ’ প্রথম প্রকাশিত হয়।
১৯৫৪: পারমাণবিক শক্তিচালিত প্রথম মার্কিন জাহাজ ‘নটিলাস’ সাগরে ভাসে।
১৯৬০: মহাকাশে প্রথমবারের মতো তিন বছর বয়সী একটি বানর পাঠানো হয় বেগবর্ধক শক্তি ও ওজনশূণ্যতার পরীক্ষার জন্য।
১৯৭২: মণিপুর, মেঘালয় ও ত্রিপুরা ভারতের পূর্ণরাজ্যের মর্যাদা পায়।
১৯৭৫: শেখ মুজিবুর রহমানকে সর্বময় ক্ষমতা অর্পণ করে আওয়ামি লীগের সংসদীয় বৈঠক।
১৯৯৭: সৌদি আরব থেকে ৯১২ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়।
জন্ম:
১৮৮২: পাভেল ফ্লরেন্স ফ্লরেন্সকয়, রাশিয়ান গণিতবিদ ও ধর্মতত্ত্ববিদ।
১৯৩০: সুচরিত চৌধুরী, বাংলা সাহিত্যের বিশিষ্ট কথাসাহিত্যিক।
১৯৫৬: জিনা ডেভিস, মার্কিন অভিনেত্রী ও প্রাক্তন ফ্যাশন মডেল।
১৯৮৬: সুশান্ত সিং রাজপুত, ভারতীয় অভিনেতা।
মৃত্যু:
১৫২৭: স্প্যানিশ এক্সপ্লোরার জুয়ান ডে গ্রিজাল্ভা।
১৯০১: টেলিফোনের উদ্ভাবক ইলিশা গ্রে।
১৯২৪: রুশ বিপ্লবের নেতা ভ্লাদিমির ইলিচ লেনিন।
১৯৫০: ব্রিটিশ সাহিত্যিক জর্জ অরওয়েল।
২০০৬: কসোভোর প্রথম রাষ্ট্রপতি ইব্রাহিম রুগোভা।
এদিন ইতিহাসের নানা ঘটনার সাক্ষী হয়ে রয়েছে পৃথিবী। এসব ঘটনার মধ্য দিয়ে যুগযুগান্তরের শিক্ষা, প্রেরণা এবং সংস্কৃতির নানা দিক আমাদের সামনে উঠে আসে।
মন্তব্য করার জন্য লগইন করুন!