মুক্তিযুদ্ধের ইতিহাস হৃদয় দিয়ে জানতে হবে: ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেছেন।
গত বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে ময়মনসিংহ শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে ডাঃ হালুদা হানুম রচিত সম্ব্রমযোদ্ধা সেবাসদন ও একজন ডাঃ হালিদা আলোচনা কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন।
মেয়র টিটু বলেন, "জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে অপামর জনগণ ঝাঁপিয়ে পড়েছিল। ৭৫ সালে সেই মহান যুদ্ধকে নস্যাৎ করার চেষ্টা করা হলেও ব্যর্থ হয়েছিল।"
তিনি আরও বলেন, "আমাদের উচিত হৃদয় দিয়ে সেই ইতিহাস জানা যা আমাদেরকে শান্তি দেবে, এগিয়ে নেবে এবং চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দেবে। আমাদের সেই ইতিহাসকে জড়িয়ে ধরতে হবে যা ৭৫ সালে কুলিণতা করার জন্য চক্রান্ত করা হয়েছিল।"
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র ইকরামুল হক টিটু। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ শাহীরনুর ইসলাম, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান স্বপন ধর, বিভাগীয় সাহিত্য পরিষদের সভাপতি ড. জেবুন নেছা রীনা, বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কেন্দ্রীয় সহ সভাপতি মোঃ তারেক ও বিভাগীয় সভাপতি সুলতান আহম্মেদ।
অনুষ্ঠানে বাংলা টিভির সংবাদ পাঠক শারমিন নাহার নীপার সঞ্চালনায় ১১ টি স্কুল কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রথম থেকে দশম পর্যন্ত ৩০টি পুরস্কার এবং ১০০ টি সন্তানা পুরস্কার দেওয়া হয়।
ডাঃ হালিদা হানুম আখতার প্রধান বক্তা হিসেবে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সময়ে সাদাবাহার সেবাসদনে নির্যাতিত নারীদের চিকিৎসা সেবা, বাচ্চা প্রসব এবং সেসব বাচ্চাদের আমেরিকা কানাডায় স্থানান্তর এবং নারীদের পূর্নবাসনের অভিজ্ঞতা উপস্থাপন করেন।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা এবং মনে রাখা আমাদের সকলের কর্তব্য। এই অনুষ্ঠানটি ছিল সেই লক্ষ্য অর্জনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
মন্তব্য করার জন্য লগইন করুন!