এইচ এম আরিফ হোসেন//
হাজিগঞ্জ থানার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ সেলিম মিয়ার বড় ছেলে আবু বকর বাপ্পি গত ১৯ শে ফেব্রুয়ারি ২০২১ সালে রাত আনুমানিক নয়টায় তার নিজ বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরেনি। বাপ্পির পরিবারের লোকজন ওই রাতে হাজিগঞ্জ উপজেলার সর্বত্র বাপ্পিকে খোঁজ করেন এবং তার মোবাইল বন্ধ পাওয়ায় তাকে খুঁজে না পেয়ে পরদিন সকালে ২০ শে ফেব্রুয়ারি ২০২১ সালে নিহত বাপ্পির বাবা হাজিগঞ্জ থানায় একটি নিখোঁজ ডাইরি লিপিবদ্ধ করেন।
পরদিন ২২ ফেব্রুয়ারি ২০২১ খ্রীস্টাব্দে হাজিগঞ্জ-রামগঞ্জ-লক্ষ্মীপুর সড়কে জিয়ানগর সুলাইমান বেপারীর পুকুরে প্রকৌশলী বাপ্পির লাশ পাওয়া যায়।
এ সংক্রান্তে বাপ্পির বাবা বাদী হয়ে হাজিগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামিদের দায়ী করে একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং -৩৩ তারিখ -২৩/০২/২০২১ ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড, থানা- হাজিগঞ্জ, জেলা- চাঁদপুর। থানা পুলিশ কর্তৃক মামলাটি তদন্ত কালে বাদির আবেদনের প্রেক্ষিতে মামলাটি পিবিআই চাঁদপুর কে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়। পিবিআই চাঁদপুর জেলা মামলাটি তদন্ত কালে মামলার ঘটনার সাথে জড়িত সন্দেহে আসামী ১।গৌতম চন্দ্র সাহা(২৭), পিতা-গণেশ চন্দ্র সাহা, ২।জীবন সাহা নিরব প্রকাশ সাগর (২৫), পিতা-দুলাল চন্দ্র সাহা ৩। অন্তু সাহা(২৯), পিতা-লক্ষণ সাহা সর্বসাং- রান্ধনী মুরা (বৈষ্ণব বাড়ি), ওয়ার্ড নং-১১ হাজীগঞ্জ পৌরসভা,থানা-হাজিগঞ্জ, জেলা- চাঁদপুর এবং ৪। সুকেশ কান্তি চৌধুরী, সাং- চানগাও চৌধুরী বাড়ি, ১ নং ওয়ার্ড, কান্দিরপার ইউপি থানা-লাকসাম,জেলা কুমিল্লাদেরকে গত ১৬/১০/২০২৩ খ্রিস্টাব্দ তারিখ রাত্রি অনুমান ৮ টা ১৫ ঘটিকায় হাজিগঞ্জ থানাধীন রান্ধনী মুরা এলাকা হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের গত ১৭ অক্টোবর বিজ্ঞ আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত অদ্য ১৮ অক্টোবর উপরোক্ত চারজন আসামিদের একদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা: এস আই আমিরুল ইসলাম মীর।
মন্তব্য করার জন্য লগইন করুন!