এইচ এম আরিফ হোসেন//
চাঁদপুর শহরের ঐতিহাসিক হযরত শাহ সুফী শাহেন শাহ রাহঃ এর মাজার শরীফের দীর্ঘদিনের খাদেম মুহাম্মদ সামছল হক বাচ্চু বেপারি ইন্তেকাল করেন - ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ৯ জুন ভোর রবিবার ভোর চারটার সময় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।
বাদ জোহর পাটওয়ারী বাড়ি জামে মসজিদের সামনে হাজার হাজার মুসল্লীদের উপস্থিতে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে শাহ সুফী হযরত শাহেন শাহ মাজার প্রাঙ্গনে মরহুম মুহাম্মদ সামছল হক বাচ্চু বেপারি'র দাফন কার্য সম্পূর্ণ করা হয়।
জানাযায় মরহুম মুহাম্মদ সামছল হক বাচ্চু তার জীবন দশায় ৮০ বছরের মধ্যে দীর্ঘ ৫২ বছর শাহ সুফী শাহেন শাহ রাঃ এর মাজার শরীফে খাদেমের দায়িত্ব পালন করেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!