দ্বাদশ সংসদ নির্বাচনে ৯ জন প্রার্থী প্রতিদন্দি করলে ও ৭ জনকে চিনেন না ভোটার। হাড্ডা হাড্ডি লড়াই হবে নৌকা বনাম ঈগলের। নৌকার প্রার্থী ময়েজ উদ্দিন শরীফ রুয়েল ও ঈগলের প্রার্থী ৩ বারের এমপি আব্দুল মজিদ খানে। প্রচার প্রচারনায় উভয়ই সমান। কার ভাগ্যে জুটবে বিজয়ের ফুলের মালা তা নিয়ে চলেছে জল্পনাকল্পনা।
একাধিক ভোটারের সাথে কথা বলে এক এক রকম তথ্য পাওয়া গেছে। কেউ বলছেন ঈগল আবার কেউ বলছেন নৌকা। বানিয়াচংয়ের ১৫ টি ইউনিয়নের মধ্যে গুরুত্বপূর্ণ বানিয়াচং গ্রামের সদর ৪টি ইউনিয়নের প্রতি সবার চোখ। মুঠোফোনে অনেকেই জানতে চান বানিয়াচং সদরে কে বেশী ভোট পাবে। দুজন প্রার্থীই আওয়ামী লীগের। হিসেব করা কঠিন। একেক এলাকা থেকে একেক ধরনের খবর পাওয়া যাচ্ছে।
তবে বানিয়াচং সদরে ভোট কাষ্ঠ বেশী হলে, নৌকা এগিয়ে থাকবে বলে বিজ্ঞ মানুষের ধারণা। ফলাফল যাই হোক উভয় প্রার্থীই আওয়ামী লীগের। কে হাসবে বিজয়ের হাসি তা অপেক্ষায় সচেতন মহল।
মন্তব্য করার জন্য লগইন করুন!