ভ্রাম্যমান প্রতিনিধি। হবিগঞ্জ জেলায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সকালে সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জেলা প্রশাসনসহ নয়টি উপজেলায় বিজয় দিবস উদযাপন করা হয়। সরকারি ভাবে ছাড়া ও বেসরকারি ভাবে বিভিন্ন সামাজিক সংগঠন এ দিবস পালন করে। সকালে স্মৃতি সৌধে ফুল দিয়ে দিয়ে দিবসের সূচনা করা হয়।
বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সামাজিক সংগঠন,প্রসক্লাবসহ স্কুল কলেজের ছাত্র ছাত্রী গণ সকালে স্মৃতি সৌধে ফুলের তোরা দেন। বানিয়াচং উপজেলা প্রশাসন বিজয় দিবস উদযাপন উপলক্ষে ব্যাপক অনুষ্ঠানের আয়োজন করেন। পুলিশ আনসার ভিডিপির প্যারেড ও রাত ১২টার পর ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। মুক্তি
যুদ্ধের চেতনা জাগ্রত করা হয়। উদীচী শিল্পী গোষ্ঠী স্বাধীনতার গান গেয়ে জনসাধারণ কে উজ্জীবিত করেন।
লগইন
হবিগঞ্জে মহান বিজয় দিবস পালিত।
মন্তব্য করার জন্য লগইন করুন!