শাকিল আহম্মেদ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, মোড়, রাস্তার ধারে সাটানো ফেস্টুন ও ব্যানারে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ড. ইউনুস এর ছবি ব্যবহার করা হয়েছে। যা অন্তবতীকালীন সরকার গঠনের পর থেকে নিষিদ্ধ বলে ঘোষনা দিয়েছেন।
অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে গত (৯ আগস্ট) শুক্রবার সন্ধায় একটি বার্তা প্রেরণ করেন।
বার্তায় বলা হয়েছে, পত্রিকাসহ বিভিন্ন মিডিয়ার বিজ্ঞাপন বা অন্য যেকোনো প্রচারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের ছবি ব্যবহার নিষিদ্ধ করা হলো।
সম্প্রতি দেখা যাচ্ছে, সিরাজগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক ও মোড়ে মোড়েও ড. মুহাম্মদ ইউনুসের ছবি সম্মলিত ছোট বড় অসংখ্য ফেস্টুনে সাটানো হয়েছে। এলজিইডি কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: হারুনর রশীদ সাগর গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা মনোনীত হওয়ায় ড. মুহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে বিপুল সংখ্যক ছবি সম্মলিত ফেসটুন সাঁটিয়েছেন সারা শহর জুড়ে।
এই সাটানো ফেস্টুনের ব্যাপারে পৌরসভা অথবা সংশ্লিষ্ট বিভাগ এখনো কোন পদক্ষেপ গ্রহণ করেনি।
এ ব্যাপারে এলজিডি কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ সাগরের বক্তব্যের জন্য মুঠোফোনে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি।
মন্তব্য করার জন্য লগইন করুন!