BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
ইমন সরকার, ভালুকা উপজেলা প্রতিনিধি:ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সাইনবোর্ড এলাকা থেকে শাবাব সরকার (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে ওই এলাকার একটি পরিত্যক্ত ভিটা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শাবাব সরকার ভালুকা উপজেলার জীবনতলা গ্রামের হাফিজ উদ্দিন সরকারের ছেলে। পেশায় তিনি ড্রাম ট্রাক চালক ছিলেন।নিহতের পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। শাবাবের বাবা জানান, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে “কারেন্টের কাজ” সংক্রান্ত একটি ফোনকল আসে। এরপর থেকেই ছেলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন সকালে স্থানীয়রা সাইনবোর্ড এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেয়। পরে ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।এ বিষয়ে ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন আহমেদ জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত কার্যক্রম চলছে।নিহত শাবাব সরকার ভালুকা উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য ও ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজ উদ্দিন সরকারের ছেলে ছিলেন।শাবাব সরকারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “শাবাব সরকারের নির্মম হত্যাকাণ্ড দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির একটি চক্রান্তের অংশ। দুষ্কৃতিকারীরা অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে পরিকল্পিতভাবে এমন পৈশাচিক হামলার আশ্রয় নিচ্ছে। এসব ঘটনার পুনরাবৃত্তি রোধে দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”