শেরপুরের কাজীবাড়ি পুকুরপাড় এলাকায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক তরুণকে অপহরণের অভিযোগ উঠেছে এক তরুণী ও তার বাবার বিরুদ্ধে। সোমবার (১১ নভেম্বর) রাতে পুলিশ এই দুইজনকে গ্রেপ্তার করে, তবে অপহৃত তরুণ এখনও উদ্ধার হয়নি।
অপহৃত সুমন মিয়া (১৭) শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং পৌরসভার কসবা বারাকপাড়া এলাকার কৃষক মো. নজরুল ইসলামের ছেলে। সুমন ৪ নভেম্বর সন্ধ্যায় কলেজ থেকে বাড়ি ফিরছিলেন, কিন্তু এরপর তিনি নিখোঁজ হয়ে যান। তার বাবা নজরুল ইসলাম থানায় অভিযোগ দায়ের করলে, সদর থানা মামলা হিসেবে বিষয়টি নথিভুক্ত করে।
মামলায় অভিযোগ করা হয়, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় অভিযুক্ত তরুণী ও তার দুই-তিনজন সহযোগী সুমনকে অপহরণ করে। রোববার রাতেই পুলিশ তরুণী এবং তার বাবা-মাকে গ্রেপ্তার করে। অপহরণের পর সুমনের ফোনের মাধ্যমে তার অবস্থান ময়মনসিংহে ছিল বলে জানা যায়, কিন্তু বর্তমানে তার ফোন বন্ধ রয়েছে।
সুমনের বাবা মো. নজরুল ইসলাম জানিয়েছেন, “আমার ছেলেকে কোথায় নিয়ে গেছে তা আল্লাহ জানেন, আমি তাকে জীবিত উদ্ধার চাই।” সদর থানার ওসি মো. জুবায়দুল আলম বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যার ভিত্তিতে সুমনকে উদ্ধারের অভিযান চলছে।”
এদিকে, পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অপহৃত তরুণের অবস্থান শনাক্ত করার চেষ্টা করছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!