এইচ এম আরিফ হোসেন//
চাঁদপুর শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের এক যুবক তার পায়ুপথে ডাব ঠুকিয়ে বিপাকে পরে, অপারেশন করে ৫ ইঞ্চি লম্বা ও ৪ ইঞ্চি ঘেরের একটি ডাব বের করলো চিকিৎসকরা। কি ভাবে এই ডাব ভিতরে প্রবেশ করলো তা নিয়ে আশ্চর্য।
সবার মনে একটি প্রশ্ন পায়ুপথের পরিধি কখনই বলেনা এই ছোট্ট সরু রাস্তা দিয়ে বিশালাকৃতির ডাবটি অসাবধানতা বশত ভেতরে প্রবেশ করবে। অসৎ উদ্দেশ্যে ডাবটি পিচ্ছিল করে পায়ুপথে ডাবটি প্রবেশ করায় বলে ধারনা লোক জনের। তবে সকল গায়েবের মালিক আল্লাহ্। তিনিই ভালো জানেন।
১৩ এপ্রিল শনিবার বেলা ১২টায় উপজেলার উয়ারুককে মেডিল্যাব হাসপাতালে আনা হলে ডাঃ আরিফ-উল হাসান অস্ত্রপাচারের মাধ্যমে জনৈক ব্যক্তির পায়ুপথ থেকে ডাবটি বের করেন চিকিৎসক দল। এই ঘটনায় লোকলজ্জার ভয়ে কোন বক্তব্য দিতে রাজি না যুবক।
মন্তব্য করার জন্য লগইন করুন!