স্টাফ রিপোর্টার | ১০ মে ২০২৫
রাজধানীর শাহবাগে চলমান আন্দোলন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নয়, বরং এটি ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের আন্দোলন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আজ শুক্রবার (১০ মে) বিকেলে শাহবাগ মোড়ে চলমান গণজমায়েতে তিনি এই বক্তব্য দেন।
বেলা ৩টার পর থেকেই শাহবাগ মোড়ে বিভিন্ন দলের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। সাড়ে ৩টার দিকে ডিজিটাল স্ক্রিনের নিচে সিঁড়ির ওপর অবস্থান নিয়ে বক্তব্য দেওয়া শুরু করেন তারা। এর মধ্যে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, “বাংলাদেশ এখন দুই ভাগে বিভক্ত—বাংলাদেশপন্থী ও ফ্যাসিবাদপন্থী। যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় তারা বাংলাদেশের পক্ষে, যারা চায় না, তারা ফ্যাসিবাদের সহযোগী।”
তিনি দাবি করেন, শাহবাগের এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের একক আন্দোলন নয় বরং সব মত ও পথের মানুষকে একত্র করে একটি বৃহত্তর জাতীয় ঐক্যের রূপ নিয়েছে। তিনি বলেন, “এই আন্দোলন ভাঙতে নানা ষড়যন্ত্র চলছে, কিন্তু কোনো চক্রান্ত আমাদের দমাতে পারবে না।”
হাসনাত আরও বলেন, “আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লেও, যদি কেউ আমার মুখ দিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা আদায় করতে চায়, আপনারা সেটি বিশ্বাস করবেন না। মনে রাখবেন, এই আন্দোলনের একমাত্র লক্ষ্য—আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা। সেই লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত কেউ রাজপথ ছাড়বেন না।”
২০১৩ সালের শাহবাগ আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “সেই সময় শাহবাগে ফ্যাসিবাদের আগমনী সুর শোনা গিয়েছিল, আজ এখান থেকেই আমরা ফ্যাসিবাদের বিদায়ের শেষ পেরেক মারব। মত-পথ ভিন্ন হতে পারে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ।”
মন্তব্য করার জন্য লগইন করুন!