মোঃ মাসুম পারভেজ।। ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশ জাতীকে অভ্যন্তরীণ ভাবে মেধা শূন্য করার হীন ষড়যন্ত্রের অংশ হিসেবে অসংখ্য বুদ্ধিজীবী নির্বিচারে হত্যা করে।
তখন থেকে দিনটি বাংঙ্গালী জাতীর জন্য অত্যন্ত স্বরণীয়, যা, তখন থেকেই প্রতিবছর যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে ১৪ই ডিসেম্বর।
স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলেও দিনটিকে স্বরণ করে বাংঙ্গালী জাতি। তারই অংশ হিসেবে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে চাঁদপুর জেলা পুলিশ পালন করেছে "শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪"।
দিনটি উপলক্ষে ১৪ই ডিসেম্বর সকাল ০৯.০০ টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন জনাব মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, পুলিশ সুপার, চাঁদপুর। সকালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
চাঁদপুর কোর্ট সংলগ্ন অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন জেলা পুলিশ প্রধান মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, পুলিশ সুপার, চাঁদপুর।
এ সময় আরো উপস্তিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়(প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), চাঁদপুর, ডিআইও-১, ডিএসবি, চাঁদপুর, অফিসার ইনচার্জ, চাঁদপুর সদর মডেল থানা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চাঁদপুর। ইনচার্জ, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই পুলিশ লাইন্স সহ চাঁদপুর জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পরবর্তীতে চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনায় বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন চাঁদপুর জেলার সু্যোগ্য পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।
মন্তব্য করার জন্য লগইন করুন!