চাঁদপুর শহরের বিটি রোড ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে সরকারি ভিপি সম্পত্তির উপর সাহিদা বেগম নামের এক স্কুল শিক্ষিকার বিরুদ্ধে জোরপূর্বক বহুতল ভবন নির্মানের মারাত্মক ও ভয়াবহ অভিযোগ উঠেছে।
জানা যায় শহরের বিডি রোড এলাকায় সাহিদা বেগম ১০ বছর পূর্বে ৫৭৮ দাগে ৩ শতাংশ জমি খরিদ করেন। তিনি সরকারী খাস জমি ক তপসিল ১৩৪৪ দাগের ২ শতাংশ জমি সরকারি ও ক্রয়কৃত সম্পত্তির উপর আইন কানুনকে তোয়াক্কা না করে বহুতল ভবন নির্মান করে আসছেন । স্বৈরাচার সরকারের আওয়ামী সন্ত্রাস বাহানীকে মোটা অংকের অর্থের মাধ্যমে এতদিন এই জায়গাটি ভোগ দখল করেন বলে জানান এলাকাবাসী।
সরজমিনে গেলে দেখা যায় ভবনটি চলাচলের রাস্তার উপর অনেক অংশ নিয়ে দখল করে আছে । ভবনটি নিচে থেকে যত উপরে উঠতে থাকে ততই উপরের চার দিক প্রসারিত হতে থাকে। রাস্তার পাশে কোন জায়গা না রাখায় বাধ্য হয়ে পানি ও ড্রেনের লাইন রাস্তার উপর দেওয়া হয়।
বৃষ্টির সময় এতে এলাকাবাসীর যাতায়তে মারাত্মক সমস্যার সৃষ্টি হয় বলে জানান এলাকাবাসী। স্থানীয় প্রতিবেশী এর প্রতিবাদ করলে পরতে হতো এই সাহিদা বেগম এর রোষানলে। মামলা হামলার সম্মুখীন হতে হত তাদের।
স্বৈরচার সরকারের দলীয় সন্ত্রাস বাহীনির ভয়ে এলাকাবাসী এতদিন চুপ থাকলেও ৫ আগস্টের পর থেকে মুখ খুলতে শুরু করেন এলাকার ভুক্তভোগীগণ।
এলাকাবাসী বলেন সাহিদা বেগম এত দিন আমাদেরকে আওয়ামী লীগের সন্ত্রাসীদের দিয়ে বিভিন্ন সময় হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। কথায় কথায় পুরুষের মত আচরণ ও অহেতুক পায়ে পারা দিয়ে ঝগড়া করতে আসে।
তার অত্যাচারে আমরা এলাকাবাসী মারাত্মকভাবে অতিষ্ঠ । আমরা চাই সরকার তার সম্পত্তি দখল মুক্ত করুক। জনগনের চলাচলের রাস্তা উন্মোক্ত হোক।
এই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র সমাজ চাঁদপুরের পক্ষে ১৭ সেপ্টেম্বর মোঃ মাসুদ মোল্লা জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগে প্রেক্ষিতে বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসক, সহকারী কমিশনার ভুমি (চাঁদপুর সদর) কে দায়িত্ব দেন।
এর প্রেক্ষিতে সহকারী কমিশনার ভুমি'র প্রতিনিধি পৌর ভূমি কর্মকতা মোঃ আব্দুল লতিফ ৯ অক্টোবর সকাল ১১ ঘটিকায় ঘটনা স্থলে তদন্তে আসেন। এই সময় তিনি অভিযুক্ত সাহিদা বেগম কে তার ভবনের সম্পত্তির কাগজপত্র দিতে বলেন। কাগজ পত্র পর্যালোচনা করে সঠিক পরিমাপের জন্য দ্রুত সার্ভেয়ার নিয়োগ করা হবে বলে উপস্থিত সকলকে জানান।
অভিযুক্ত সাহিদা বেগম বলেন আমি আমার সম্পত্তিতে ভবন নির্মান করেছি। আইনের মাধ্যমে যা হবে তা আমি মেনে নিবো।
মন্তব্য করার জন্য লগইন করুন!