ঈদের সকালে শরীয়তপুরের জাজিরা উপজেলার মাঝিরঘাট বাজারে আগুনে অন্তত ২৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কমপক্ষে ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী ব্যবসায়ীদের।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে মাঝিরঘাট বাজারের মুদি দোকানি ইউনূস খাঁনের দোকানে আগুন লাগে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন পুরো বাজারে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জাজিরা উপজেলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ইউনুস খান, হাসান মাদবর, তাজেল মাদবর, রাসেল মিয়া, মঙ্গল খাঁন, ছালাম মাদবরের মুদি দোকান, রাসেল মাদবরের মোবাইল রিচার্জের দোকান, স্বপন ফকিরের খাবারের হোটেলসহ অন্তত ২৫টি দোকান পুড়ে যায়।
ভুক্তভোগী ব্যবসায়ীরা ক্ষয়ক্ষতির পরিমাণ কমপক্ষে ৩ কোটি টাকা বলে দাবি করেছেন।
ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে থেকে বেশ কিছু জিনিসপত্র উদ্ধার করতে সক্ষম হন। আগুনের কারণ তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও জনগণ ক্ষোভ প্রকাশ করেছেন। তারা দ্রুত ক্ষয়ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!