ইউরোপিয়ান ফুটবলে জমে উঠেছে শিরোপার লড়াই। লা লিগায় মাত্র ১ পয়েন্টের ব্যবধানে শীর্ষ তিন দলের উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা চলছে, যেখানে রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনা একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে, সিরি 'আ'তে নাপোলি ও ইন্টার মিলানের মধ্যে শীর্ষস্থান দখলের লড়াই জমে উঠেছে, আর বুন্দেসলিগায় চিরচেনা আধিপত্য ধরে রাখছে বায়ার্ন মিউনিখ।
লা লিগায় হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা, শীর্ষ তিনে মাত্র ১ পয়েন্টের ব্যবধান
লা লিগার শীর্ষ তিনে থাকা দলগুলোর মধ্যে মাত্র ১ পয়েন্টের ব্যবধান, যা প্রতিযোগিতাকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে। মাদ্রিদ ডার্বিতে রিয়াল-আতলেতিকোর ড্রয়ের পর সুযোগ এসেছিল বার্সেলোনার সামনে। সেটাই কাজে লাগিয়েছে জাভির দল, গত রাতে সেভিয়াকে ৪-১ গোলে হারিয়ে ব্যবধান কমিয়ে এনেছে তারা।
প্রথমার্ধে ১-১ গোলে সমতা থাকলেও দ্বিতীয়ার্ধে ১০ জনের দল নিয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখায় বার্সা। লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল ফারমিন লোপেজকে, তবুও দলের আক্রমণ থেমে থাকেনি। এই জয়ের পর রিয়ালের পয়েন্ট ২৩ ম্যাচে ৫০, আতলেতিকোর ৪৯, আর বার্সার ৪৮। এখন যে কোনো একটি ম্যাচের ফল বদলালেই শীর্ষ অবস্থানের হিসাব পাল্টে যেতে পারে।
সিরি 'আ'তে নাপোলির শীর্ষস্থান ধরে রাখার লড়াই
সিরি 'আ'তে ইন্টার মিলানের শীর্ষে ওঠার সুযোগ থাকলেও ফিওরেন্তিনার কাছে ৩-০ গোলে হেরে সেই সম্ভাবনা হারিয়েছে তারা। বিপরীতে নাপোলি নিজেদের ম্যাচে ১-১ গোলে ড্র করলেও শীর্ষস্থান ধরে রেখেছে। বর্তমানে ২৪ ম্যাচে নাপোলির পয়েন্ট ৫৫, আর ইন্টার মিলানের ২৩ ম্যাচে ৫১। আজ রাতে ইন্টার মাঠে নামবে, কিন্তু জয় পেলেও নাপোলিকে টপকানোর সুযোগ নেই, এক পয়েন্টের ব্যবধানে পেছনেই থাকতে হবে তাদের।
বুন্দেসলিগায় বায়ার্নের দাপট, প্রতিদ্বন্দ্বীদের ব্যর্থতা
বুন্দেসলিগায় বরাবরের মতোই আধিপত্য দেখাচ্ছে বায়ার্ন মিউনিখ। তাদের প্রতিদ্বন্দ্বীরা সুবিধা নিতে পারছে না, বরং নিজেরাই হোঁচট খাচ্ছে। দ্বিতীয় স্থানে থাকা বায়ার লেভারকুসেন উলফসবার্গের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে, অন্যদিকে বায়ার্ন ৩-০ গোলে ওয়ের্ডার ব্রেমেনকে হারিয়ে ব্যবধান আরও বাড়িয়েছে।
২১ ম্যাচে বায়ার্নের পয়েন্ট এখন ৫৪, লেভারকুসেনের ৪৬, আর তিন নম্বরে থাকা আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট ২১ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে।
প্রিমিয়ার লিগে চেলসির এগিয়ে যাওয়া, ম্যান সিটির পতন
এই সপ্তাহে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাবগুলোর মধ্যে মাঠে নেমেছিল কেবল চেলসি, আর তাদের জয়েই শীর্ষ চারে জায়গা করে নিয়েছে তারা। ওয়েস্ট হামের বিপক্ষে ২-১ গোলে জয় পাওয়ায় চেলসি উঠে এসেছে চার নম্বরে, আর ম্যানচেস্টার সিটি নেমে গেছে পাঁচ নম্বরে।
অন্যদিকে, শীর্ষে থাকা লিভারপুল তাদের অবস্থান ধরে রেখেছে ২৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ২৪ ম্যাচে ৫০, আর নটিংহাম ফরেস্টের ২৪ ম্যাচে ৪৭ পয়েন্ট।
লা লিগায় হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা, সিরি 'আ'তে শীর্ষস্থান দখলের লড়াই আর বুন্দেসলিগায় বায়ার্নের চেনা দাপট—ইউরোপিয়ান ফুটবল এখন উত্তেজনার চূড়ায়। সামনের ম্যাচগুলোতে যে কোনো সময় ঘটতে পারে বড় অদলবদল। ফুটবলপ্রেমীদের জন্য জমজমাট এক মৌসুম অপেক্ষা করছে!
মন্তব্য করার জন্য লগইন করুন!