দেলোয়ার হোসেন মৃধা।।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মঙ্গল বাড়িতে এ ঘটনা ঘটে।
এসময় ঘরে থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। নিহত জুলেখা রামগঞ্জের সোনাপুর বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী ও মীম তাদের মেয়ে। মীম রামগঞ্জ মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মিজান সোনাপুর বাজারের বড় ব্যবসায়ী। বাড়ির পুরুষরা সবাই বাজারে ছিল। বাড়িতে মিজানের স্ত্রী জুলেখা ও মেয়ে মীম একা ছিল। সন্ধ্যার পর একপর্যায়ে দুর্বৃত্তরা বাসায় ঢুকে মা মেয়েকে জবাই করে হত্যা করে। পরে বাসায় থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়।
তারা আরও জানায়, বাজার থেকে পরিবারের সদস্যরা বাড়িতে গিয়ে দেখে মরদেহ বাসার মেঝেতে পড়ে আছে। মেঝেতে রক্ত ছড়িয়ে ছিল। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে।
রামগঞ্জ থানার ওসি আব্দুল বারী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে আছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!