র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠা কালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী,অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজালপণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরণ'সহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫, এর একটি চৌকস অভিযানিক দল অদ্য ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখ ভোর-০৫.৩০ ঘটিকায় রাজশাহী জেলার বাগমারা থানাধীন তাহেরপুর বাজার পাট হাটের মোড়ের সামনে অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালীন সময়ে চাঁদাবাজ চক্রের মূলহোতা মোঃ বজলুর রশিদ @ রাজিব (৪০), পিতা- মোঃ আব্দুর রহমান, সাং- তাহেরপুর পাবনাপাড়া, থানা- বাগমারা, জেলা- রাজশাহী'কে গ্রেফতার করতে সক্ষম হন।
অভিযান চলাকালীন সময়ে গ্রেফতারকৃত আসামী বজলুর রশিদের হেফাজত হতে যথাক্রমে, (ক) চাঁদা আদায়ের রশিদ, (খ) ভাউচার, (গ) টোকেন, (ঘ) চাঁদা বাবদ উত্তোলিত নগদ সর্বমোট ৩৫০/- (তিনশত পঞ্চাশ টাকা) জব্দ করা হয়েছে।
উক্ত আসামী দীর্ঘদিন যাবত বিভিন্ন ভাউচার, রশিদ ও টোকেনের মাধ্যমে বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার এবং লেগুনাসহ বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি করে আসছে। যদি কোন চালক চাঁদা দিতে অস্বীকৃতি জানায় তখন তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করে, বিভিন্ন সময় মারধর'সহ গাড়ী ভাংচুর করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার বাগমারা থানায় চাঁদাবাজি মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে সিপিএসসি, র্যাব-৫ কতৃক অভিযান চালিয়ে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর বাজার হতে ০১ জন চাঁদাবাজ চক্রের সদস্যকে গ্রেফতারের বিষয়টি আজ শনিবার (২৪ ফ্রেব্রুয়ারী, ২০২৪ ইং) সিপিসি র্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।
ইতোমধ্যেই র্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!