র্যাব-৫, এর একটি চৌকস অভিযানিক দল ২৪ ফেব্রুয়ারী ২০২৪ ইং তারিখ দিবাগত-রাত ২৩.০০ ঘটিকায় রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর (মহাজনপাড়া) জনৈক মোঃ হামিদুল (২২), পিতা- মৃত জার্মান সাং- আলাইপুর (মহাজনপাড়া) এর মুদি দোকানের কাছে বেড়ি বাঁধের রাস্তার কাছাকাছি এলাকায় অপারেশন পরিচালনা করেন।
অপারেশন চলাকালীন সময় মাদক কারবারির হেফাজত হতে, ফেন্সিডিল- ৫০২ বোতল উদ্ধার করতে সক্ষম হন। অভিযানে গ্রেফতারকৃত আসামী হলো- মোঃ নাহিদ (৩০), পিতা- মোঃ সাইদুল রহমান,সাং- হরিপুর (উচাপুকুর), থানা- কাশিয়াডাঙ্গা, রাজশাহী মহানগর।
ঘটনার বিবরণে প্রকাশ : সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর (মহাজনপাড়া) এলাকার জনৈক মোঃ হামিদুল (২২), পিতা- মৃত জার্মান সাং- আলাইপুর (মহাজনপাড়া) এর মুদি দোকানের কাছে বেড়ি বাঁধের রাস্তার পাশে ০১ জন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্যসহ বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
সংবাদ পাওয়া মাত্রই র্যাবের টিম উক্ত ঘটনাস্থল বেড়ি বাঁধের রাস্তার কাছাকাছি পৌঁছা মাত্রই ০১ জন ব্যক্তি র্যাবের উপস্থিতি টের পেয়ে তার হেফাজতে থাকা ০২ টি বস্তা ফেলে রেখে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা করে। ওই সময় র্যাবের টিম তাকে আটক করেন। পরবর্তীতে বস্তা ০২ টি তল্লাসী করে উক্ত মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় মাদক আইনে মামলার রুজু করা হয়েছে।
উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে সিপিএসসি, র্যাব-৫ কতৃক অভিযান চালিয়ে রাজশাহীর বাঘা থানা এলাকা হতে ৫০২ বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি আজ রোববার (২৫ ফ্রেব্রুয়ারী, ২০২৪ ইং) সিপিসি র্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।
ইতোমধ্যেই র্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!