যশোরের মনিরামপুর উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন এবং একজন আরোহী গুরুতর আহত হয়েছেন। আজ রোববার দুপুরে যশোর-চুকনগর আঞ্চলিক মহাসড়কের চালকিডাঙা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন যশোর শহরের খড়কি এলাকার হাফিজুর রহমান (৫৫) এবং মনিরামপুরের সপ্তম শ্রেণির ছাত্র আসাবুর ইসলাম (১৫)। আহত ইমন আলী (২০) বর্তমানে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
- দুর্ঘটনার বিবরণ
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেল যশোর থেকে মনিরামপুরের দিকে যাচ্ছিল এবং অপর মোটরসাইকেল মনিরামপুর থেকে যশোরের দিকে আসছিল। দুপুর সোয়া ১২টার দিকে চালকিডাঙা এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে তিনজন আরোহী মহাসড়কে ছিটকে পড়ে যান।
ঘটনাস্থলেই মারা যান স্কুলছাত্র আসাবুর ইসলাম। গুরুতর আহত হন অপর মোটরসাইকেলের চালক হাফিজুর রহমান এবং আরোহী ইমন আলী।
- ফায়ার সার্ভিস ও পুলিশের বক্তব্য
মনিরামপুর ফায়ার সার্ভিসের দলনেতা আমিনুল ইসলাম জানান, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক হাফিজুর রহমানকে মৃত ঘোষণা করেন।
মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) হাসান আলী জানান, নিহতদের মধ্যে একজন স্কুলছাত্র এবং আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!