কুড়িগ্রাম: রাজারহাটে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রমিলা দেবী (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি চাকিরপশার ইউনিয়নের চাকিরপশার তালুক দেউপাড়া গ্রামের মৃত রামচন্দ্র বর্মণের স্ত্রী।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সোমবার সন্ধ্যার আগে রাজারহাট-নাজিমখান সড়কের ব্র্যাক মোড়ে এই দুর্ঘটনা ঘটে। মনির রায়ের ছেলে সুজন রায় (২৮) মোটরসাইকেলে করে প্রমিলা দেবীকে নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে প্রমিলা দেবীর হাত থেকে দুধের বোতল পড়ে যায় এবং সুজন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এর ফলে দুজনেই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই চিকিৎসক তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সোমবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় প্রমিলা দেবীর মৃত্যু হয়। মোটরসাইকেল চালক সুজনের অবস্থা এখনও অত্যন্ত আশঙ্কাজনক।
রাজারহাট থানার ওসি মোস্তাফিজুর রহমান পিপিএম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!