মো: সাইদুর রহমান, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।
১৯৭১ সালের ১৩ই ডিসেম্বর হানাদার মুক্ত হয় টাঙ্গাইলের মির্জাপুর। দিনটি হানাদার মুক্ত দিবস হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে নির্মিত স্মৃতিসৌধ ‘অর্জন’ এর সামনে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনার সভার আয়োজন করা।
উপজেলার বেশ কয়েকজন মুক্তিযোদ্ধাকে সাথে নিয়ে সন্ধ্যায় এ কর্মসূচির উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম আরিফুল ইসলাম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মির্জাপুর থানা অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শুভাশিষ কর্মকার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী বাহার উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাশেদ রিপন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা যেন সঠিকভাবে উপস্থাপিত হয় সেজন্য সকলকে খেয়াল রাখতে হবে। তাছাড়া সকল শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়।
মন্তব্য করার জন্য লগইন করুন!