আবু রাসেল সুমন ব্যাুরো প্রধান,খাগড়াছড়ি।।
খাগড়াছড়ির মাটিরাঙায় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ১৪ ধারা মোতাবেক পাঁচ চাল ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২১ এপ্রিল) বিকালের দিকে মাটিরাঙা বাজারের চাল দোকান গুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।
পাটের বস্তা ব্যবহার না করায় পণ্যে পাট জাত মোড়ক বাধ্যতামূলক ব্যববহার আইন ২০১০(১৪) ধারা মোতাবেক ৬ ব্যবসায়ী -মামুন ষ্টোর ,মেসার্স হাসান ষ্টোর,সফিক ষ্টোর,সোহাগ খাদ্য ভান্ডার, রব মেজর অটো রাইচ মেইল কে ১হাজার করে পাচঁ হাজার এবং মেসার্স তানিয়া ষ্টোরকে ৫শত টাকাসহ মোট পাচঁ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়।
মাটিরাঙা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম বলেন,পলিথিনের ব্যবহার স্বাস্থ্য সম্মত নয়,তা সকলে বর্জন করা উচিত। পাটজাত মোড়ক স্বাস্থ্য বান্ধব, আমাদের সবার কর্তব্য পলিথিন পরিহার করে স্বাস্থ্য সম্মত পচনশীল পাটজাত মোকড় ব্যবহার করা। জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় পাটজাত মোড়ক ব্যবহারে সকল ব্যবসায়ীর প্রতি আহ্বান জানান। এবং
আগামীতে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এসময় চট্টগ্রাম পাট অধিদপ্তরের পরিদর্শক বাবুল চন্দ দাস, গণমাধ্যমকর্মী, ও বাজার পরিচালানা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!