আবু রাসেল সুমন ব্যাুরো প্রধান:খাগড়াছড়ি।।
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় কর ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আটক করেছে ১৮ ফিল্ড রেজি. আর্টিলারি মাটিরাঙ্গা জোন।
বৃহস্পতিবার (২০ আগষ্ট ) গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ড চৌধুরীপাড়া এলাকা হতে সার্জেন্ট মো. আশেক এলাহীর নেতৃত্বে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় অবৈধ মালামাল জব্দ করা হয়।
আটকৃত মালামালের মধ্যে - চকলেট(Sinckers ২০ বক্স), ( চকলেট Perk- ২২ প্যাকেট),( মিমি চকলেট ১১ কাটুন), (পারফিউম Killerx - ২১০ পিস),(ঔষধ স্কীন কেয়ার -১২০০), (ঔষধ -Clop- ১৫০০ পিস)।
যার সর্বমোট আনুমানিক বাজার মূল্য ৮ লাখ ১৮ হাজার ২শত ৬০ টাকা।
বিধি মোতাবেক আটককৃত ভারতীয় অবৈধ পণ্য সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উপরোক্ত বিষয় সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল ইব্রাহিম আধহাম পিএসসি জি জানান, অবৈধ পথে ভারতীয় মালামাল দেশে প্রবেশ করতে দেওয়া হবে না। চোরাকারবারীদের যে কোন মুল্যে প্রতিরোধ করা হবে। যে কোন অপরাধ মূলক কর্মকান্ড দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!