মতলব বুরো :যথাযোগ্য মর্যাদা
ও উৎসাহ উদ্দীপনায় সারাদেশের ন্যায় মতলব দক্ষিনে পালিত হয় মহান বিজয় দিবস। এ উপলক্ষে দিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠান করেছে উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,পেশাজীবি সংগঠন ও বিভিন্ন স্তরের স্কুল, কলেজ।
উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠান
ভোর ৬ টা ৩০ মিনিটে সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।
সকাল সাতটায় দীপ্ত বাংলা পাদদেশে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, মতলব দক্ষিণ থানা, মতলব পৌরসভা, মতলব সরকারি ডিগ্রী কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রয়মনেন নেছা মহিলা কলেজ,মতলবগঞ্জ জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি, মতলব প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠন । সকাল আটটায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে
জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন,পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা সুলতানা, এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ সালেহ আহমেদ। এ সময় শান্তির প্রতীক পায়রা উড়ানো এবং বেলুন উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠান ও বিজয় মেলার উদ্বোধন করা হয়।
সকাল দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা। বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন ব্যাংকার, প্রকৌশলী জসীমউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মনসুর আহমেদ, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম। স্বাগত বক্তব্য রাখেন, সাবেক ডেপুটি কমান্ডার মোহাম্মদ বশির উল্লাহ সরকার। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক গোলাম সারওয়ার সেলিম।
বিকেলে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয় পরে বিজয়ী ও বিজেতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সন্ধ্যা ছয়টায় উপজেলা পরিষদ অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
মন্তব্য করার জন্য লগইন করুন!