চাঁদপুরে মেঘনা নদীতে রাতের আঁধারে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার ১ অক্টোবর গভীররাতে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বোরোচর এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত আরিফ উল্লাহ সরকার দিবাগত রাত ৪ ঘটিকায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। পরে অবস্থার অবনতি হলে দুপুর ৩ ঘটিকার সময় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
আরিফ উল্লাহর মেয়ে মেয়ে তানজিলা আক্তার বলেন, বাবার পেটে অনেক গুলি। এখন কিভাবে চিকিৎসা করাবো। কে বা কারা বালু কেটে নিয়ে যাওয়ার খবর শুনে বাবা ঘটনাস্থলে যায়। এরপর আমার বাবাকে হত্যার উদ্দেশ্যে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বোরোচর এলাকায় একদল দুর্বৃত্ত রাতের আঁধারে বালি কাটার চেষ্টা করে। এসময় স্থানীয় লোকজন দুর্বৃত্তদের বাঁধা দিতে গিয়ে হামলার শিকার হয়। তাদের হামলায় একজন গুলিবিদ্ধ হয়েছে। এছাড়া অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. রফিক হাসান ফয়সাল বলেন, আরিফ উল্যার শরীরের বিভিন্ন স্থানে ছররা গুলি রয়েছে। খাদ্য নালী ছিদ্র হয়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
মোহনপুর নৌ-পুলিশের ইনচার্জ মো. কামরুজ্জামান বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!