ভোলা: হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম ভোলা, লালমোহন উপজেলার রওশন আরা হত্যার রহস্য উদ্ঘাটন ও দৌলতখান উপজেলার কলেজ ছাত্র রাব্বী হত্যার বিচারের দাবিতে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে।
মানববন্ধন: আজ ২৭ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১১টায় ভোলার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে।
উপস্থিতি: নিহত রওশন আরা ও নিহত রাব্বির স্বজনসহ সর্বস্তরের মানুষ।
রওশন আরা হত্যাকাণ্ডের এক বছর পার হলেও পুলিশ রহস্য উদঘাটন করতে পারেনি।রাব্বী হত্যাকাণ্ডের তদন্তেও অগ্রগতি নেই।
হত্যাকারীরা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পাচ্ছে। স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীরা হত্যাকাণ্ড দুটোকেই ধামাচাপা দেয়ার চেষ্টা করছে।
রওশন আরা ও রাব্বী হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন। হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনা।
স্মারকলিপি: মানববন্ধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসকের বক্তব্য: স্মারকলিপিটি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া হবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!