ভোলা প্রতিনিধি।।
ভোলায় ইয়াবাসহ মো: আনোয়ার হোসেন নামে এক মাদক কারবারীকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। আটকৃত আনোয়ার হোসেন ভোলা পৌর কাঠালি এলাকার ইউনুছ মিয়ার ছেলে।
ভোলা সদরের মাদ্রাসা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনে স্টাফ অফিসার অপারেশন লে. এম হাসান মেহেদী আজ বিকেলে ভোলার খেয়াঘাট সংলগ্ন ক্স্টেগার্ড দক্ষিণ জোনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা একটি অভিযান পরিচালনা করে ২ হাজার পিস ইয়াবা ও নগদ ১ হাজার ৪০৪ টাকাসহ আনোয়ার হোসেন নামে মাদক কারবারীকে আটক করা হয়।
তিনি আরো জানান, আটকৃতর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়।
লগইন
ভোলায় ইয়াবাসহ যুবক আটক
মন্তব্য করার জন্য লগইন করুন!