বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, বাসা বাড়িতে গ্যাসের নতুন সংযোগ সম্ভব নয়। মিথ্যা আশ্বাস দিতে পারবোনা। তবে হে, মজুত বেশী হলে পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
শনিবার (১২ অক্টোবর) সকালে নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর ইউনিয়নের ওয়াছেকপুরে অবস্থিত সোনাইমুড়ী-বেগমগঞ্জ-৪ গ্যাস কূপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা ফাওজুল কবির বলেন, বাসা বাড়ীতে গ্যাসের ব্যাপক চাহিদা রয়েছে। নতুন গ্যাস-কুপ আবিষ্কৃত হলেও চাহিদার তুলনায় অপ্রতুল।
তিনি বলেন সিলিন্ডার গ্যাস এর মূল্য নিয়ন্ত্রণ করে এনার্জি রেগুলেটরি কমিশন, সরকার নয়। তারা আমদানিকারক ও গ্রাহকদের সাথে কথা বলে দাম নির্ধারণ করে। তবে বিশ্ববাজারে দাম কমলে সিলিন্ডার গ্যাসের দাম কমবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) খন্দকার ইশতিয়াক আহমেদ, পুলিশ সুপার (এসপি) মো. আবদুল্লাহ আল ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক কানিজ ফাতেমা, বাংলাদেশে পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) এর ঊর্ধ্বতন কর্মকর্তা-বৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরবর্তীতে জ্বালানি উপদেষ্টা নোয়াখালী জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মের লোকজনের খোঁজখবর নেন।
লগইন
বাসা বাড়িতে গ্যাসের নতুন সংযোগ সম্ভব নয়, মজুত বেশী হলে পরবর্তীতে সিদ্ধান্ত
মন্তব্য করার জন্য লগইন করুন!