বানিয়াচং উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় হবিগঞ্জ-২ আসনের সাংসদ অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বলেছেন, বঙ্গবন্ধু ইতহাসের মহানায়ক হিসেবে সারাবিশ্বে সমাদৃত। শিশুকাল থেকেই তার আচরণে নেতৃত্বের গুণাবলী ফুটে ওঠে। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনি পড়লেই জানতে পারবেন তিনি বাংলার মানুষের জন্য কি করতে চেয়েছিলেন। আমরা সকলে বঙ্গবন্ধুর আদর্শ লালন করে দেশকে এগিয়ে নিতে হবে।
রোববার (১৭ মার্চ) সকাল ১১ টায় স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সুদীপ দেবের সঞ্চালনায় আলোচনা সভায় এমপি রুয়েল আরও বলেন, ৭৫ সালে বঙ্গবন্ধুকে ঘাতকরা স্বপরিবারে হত্যার সময় তারা জানত না শেখ হাসিনা একদিন এ দেশের প্রধানমন্ত্রী হবেন এবং মহানায়কের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাষ্টার, এসিল্যান্ড মোঃ সাইফুল ইসলাম, ওসি মোহাম্মদ দেলোয়ার হোসাইন, সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম প্রধান, আওয়ামীলীগের সহসভাপতি বিপুল ভ‚ষণ রায়, সেক্রেটারী মোঃ আঙ্গুর মিয়া, সাংগঠনিক সম্পাদক আহাদ মিয়া, গোলাম কিবরিয়া লিলু, মোঃ শাহজাহান মিয়া, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন আহমেদ লিটন, হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, যুবলীগ নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামান খান তুহিন, ছাত্রলীগ নেতা আব্দুল হালিম সুহেল ও রফিকুল আলম চৌধুরী রিপন প্রমুখ।
পরে জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। সবশেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
মন্তব্য করার জন্য লগইন করুন!