রাজধানীর বসুন্ধরার কেবি কনভেনশন হলে গত ৮ জুলাই আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়া আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (৩ আগস্ট) ডিএমপি মিডিয়া সেন্টারে এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপি মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) তালেবুর রহমান।
তিনি জানান, বসুন্ধরা এলাকায় অনুষ্ঠিত ওই প্রশিক্ষণ কর্মসূচির সময় নাশকতার পরিকল্পনা হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় ভাটারা থানায় একটি মামলা হয়েছে এবং বাকিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।
ডিসি তালেবুর রহমান বলেন, “সারা দেশ থেকে নাশকতার আশঙ্কায় গত ২৪ ঘণ্টায় আরও ২১ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়েছে। রাজধানীতে যেকোনো সভা-সমাবেশকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। সিটিটিসি ইউনিট ও সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদের নজরদারি আরও বাড়ানো হয়েছে।”
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষায় যেকোনো পরিস্থিতিতে পুলিশের প্রস্তুতি রয়েছে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।
মন্তব্য করার জন্য লগইন করুন!