স্টাফ রিপোর্টারঃ
লক্ষ্মীপুর জেলার রায়পুরে প্রেমিকা কর্তৃক প্রেমিকের লিঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ২৯ জুন শনিবার বিকেলে আলতাফ মাস্টারের ঘাটে কলাপাতা নামক চাইনিজ রেস্টুরেন্টে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় কয়েকজন লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তাওহিদ চিকিৎসাধিন রয়েছে বলে জানা যায়।
ভুক্তভুগির নাম তাওহিদ বলে জানা যায়। গুরুতর আহত তাওহিদ চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম পোয়া এলাকার অহিদুর রহমান জমাদারের ছেলে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায় তাওহীদের সাথে একই এলাকার গৃহবধূর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং বাড়তে থাকে তাদের গনিষ্ঠতা। প্রায়ই তারা বিভিন্ন স্থানে ঘুরতে যেত। এরই ধারাবাহিকতায় দুইজনই ফরিদগঞ্জ থেকে সিএনজি যোগে আলতাফ মাস্টারের ঘাটে ঘুরতে আসে। খাবারদারের জন্য কলাপাতা চাইনিজে উভয়ই অবস্থান করাকালিন তাওহিদের মোবাইলে অভিযুক্ত প্রেমিকা তার আরেক বান্ধবীর সাথে আপত্তিকর ছবি দেখতে পেয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। এতে অভিযুক্ত নারি ক্ষিপ্ত হয়ে কৌশলে তাওহিদের গোপনাঙ্গ কেটে দ্রুত পালিয়ে যায়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াছিন ফারুক মজুমদার বলেন, ওই যুবককে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম তাওহিদুল ইসলাম আল আমিন। তবে ওই নারীর পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি। তাকে ধরতে পুলিশের অভিযান ও মামলার প্রস্তুুতি চলছে।
সিভিল সার্জন ডা. আহাম্মদ কবীর জানান, তাওহিদুল ইসলামের বিশেষ অঙ্গের ৯০ ভাগ কেটে গেছে। তবে এখনো তিনি শংকামুক্ত নয়। তার চিকিৎসা চলছে। প্রচুর রক্তক্ষরন হয়েছে। ২৪ ঘন্টার আগে কিছুই বলা যাচ্ছেনা। তার এখনো জ্ঞান ফিরেনি
লগইন
ফরিদগঞ্জের প্রেমিকার বিশেষ অঙ্গ কর্তন করলো রায়পুরের প্রেমিকা
মন্তব্য করার জন্য লগইন করুন!