এইচ এম আরিফ হোসেন//
চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজারে অটো ড্রাইভারের উপর হামলা করেছে দুর্বৃত্তরা, পরে স্থানীয় দুই যুবক মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন।
২২ সেপ্টেম্বর শুক্রবার রাত ৮ ঘটিকায় এই ঘটনাটি ঘটে বলে জানা যায়। এই বিষয়ে মধ্য রঘুনাথপুরের দেলোয়ার ঢালীর ছেলে অটো ড্রাইভার মোঃ জাহিদ ঢালী (২০) হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় বলেন আমি রঘুনাথ থেকে ভাড়া নিয়ে ফরক্কাবাদ যাচ্ছিলাম। ফরক্কাবাদ বাজারে ২ জন যাত্রী নামার কথা, তাদেরকে নামাতে গেলে হঠাৎ করে বাজারে কিছু গুন্ডা পান্ডা দু'জন যাত্রী সহ আমাকে এলোপাতাড়ি মাইরধোর করতে থাকে। আমার অটোতে থাকা যাত্রীদেরকে আমি চিনি না, যারা আমাকে মেরেছে তাদেরকেও আমি চিনি না। সমস্যা ছিল নাকি তাদের যাত্রীর সাথে। তারা আমাকে যাত্রীর সঙ্গের লোক মনে করে রক্তাক্ত জখম করেছে। তারা বেধম মেরে আমার মাথারো বিভিন্ন স্থান ফাটিয়ে দিয়েছে, ৮/১০ টা সেলাই লেখেছে। হাত পা ও শরীরের বিভিন্ন জায়গায় জখম করেছে। আমার অটোটাও ছিনতাই করার চেষ্টা করেছে। আশেপাশের মানুষজন শুধু তাকিয়ে তাকিয়ে দেখেছে। আমি এ ঘটবার সুষ্ঠ তদন্ত ও আমাকে নির্বিচারে হত্যার চেষ্টাকারিদের কঠিন বিচার চাই।
মন্তব্য করার জন্য লগইন করুন!