স্টাফ রিপোর্টার //
চাঁদপুর শহরের কোড়ালীয়া এলাকার মরহুম নিলু মিয়া গাজী ছেলে মোঃ মনির হোসেন গাজী সি আর ৫৩২/২৩ মামলার প্রধান আসামিকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
১০ অক্টোবর বুধবার রাত ৮ ঘটিকার সময় চাঁদপুর সদর মডেল থানার সহকারী উপপরিদর্শক মেহেরাজ ও তার সঙ্গীও ফোর্স শহরের কালীবাড়ি এলাকা থেকে ৫০৪ নং স্মারকে আসামীকে আটক করে। আটককৃত আসামী মোঃ মনির হোসেন গাজী'কে ১১ অক্টোবর কোর্টে প্রেরন করা হলে কোর্ট আসামীর জামিন না মন্জুর করে জেল হাজতে প্রেরন করেন।
এজেহার থেকে জানা যায় আসামী মোঃ মনির হোসেন গাজী এর সাথে সখিপুর উত্তর তারাবুনিয়া গ্রামের আইনাল হক প্রধানীয়ার ছেলে কামাল প্রধানীয়ার বিভিন্ন সময়ের ব্যবসায়িক লেনদেনজনিত শত্রুতা চলে আসতেছিল। মনির হোসেন গাজী কামাল প্রধানীয়ার পাওনা টাকা দেই দিচ্ছি বলে ঘুরাতে থাকে। কিছু স্বাক্ষীগণের মধ্যস্থতায় মনির কামাল প্রধানীয়াকে টাকা পরিশোধ করে দিবে মর্মে আশ্বাস্থ্য করেন। ৭ সেপ্টম্বর মনির হোসেন গাজী কামাল প্রধানীয়াকে তার পাওনা টাকা দেওয়ার কথা বলে কচুয়া থানার ৬ নং তেতৈয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে লাসকুড়ি গ্রামে জামে মসজিদের পশ্চিম পার্শে ব্রিজের নিকট আসতে বলে। কামাল প্রধান তার কথা মত গেলে মনির ও তার সহযোগীরা ঘেড়াও দিয়া টাকার বিষয়ে কথা কাটাকাটি করে। এক পর্যায়ে মনির ধারালো চাপাতি দিয়া কামাল প্রধানীয়ার মাথা লক্ষ্য করে কোপ মারলে কামাল প্রধানীয়ার মাথার বাম পাশে মারাত্মক কাটা রক্তাক্ত জখম করে, ইহাতে ৫টি সেলাই লাগে। মনিরের সহযোগী শামিম গাজীর সাথে থাকা দা দিয়া কামাল প্রধানীয়ার মাথায় কোপ দিলে মারাত্মক কাটা রক্তাক্ত করে, এতে ৩টি সেলাই লাগে। আরেক সহযোগী মনির হোসেন এর ছেলে সম্রাট গাজী'র সাথে থাকা কাঠের রুয়া দিয়া বুকে-পিঠে সহ শরীরের বিভিন্ন স্থানে বাইরাইয়া মারাত্মক নীলাফুলা জখম করে। মনির হোসেন গাজী হাতে থাকা চাপাতি দিয়া দিয়া পুনরায় কোপ মারলে চাপাতির উল্টা পিঠের আঘাতে কামাল প্রধানের ডান হাতে মারাত্মক দাগযুক্ত নীলাফুলা জখম হয়। এই সময় তারা কামাল প্রধানীয়াকে হত্যার উদ্দেশ্যে বহু চেষ্টা করলে ঐখানকার স্থানীয় লোকজন উদ্ধার করেন।
এই ঘটনায় কামাল প্রধানীয়া বাদী হয়ে মনির হোসেন গাজী, শামীম গাজী ও তার ছেলে সমাট্রকে আসামী করে বিজ্ঞ বিচারক আদালত কচুয়াতে ১৪৩/৪৪৮/৪৪৭/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৪২৭/৫০৬ (২) ধারায় মামলা দায়ের করেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!