নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পূর্ব জগদীশপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের সাত সদস্য। বুধবার (৬ আগস্ট) ভোরে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে গেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ফয়জুন নেসা (৮০), খুরশিদা বেগম (৫৫), কবিতা বেগম (৩০), লাবনী বেগম (৩০), রেশমি আক্তার (১০), মীম আক্তার (২) ও লামিয়া আক্তার (৯)। তাঁরা লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার পশ্চিম চৌপল্লী গ্রামের বাসিন্দা।
ফায়ার সার্ভিসের চৌমুহনী স্টেশনের কর্মকর্তা মোজাম্মেল হক জানান, মাইক্রোবাসটিতে এক প্রবাসীর পরিবারের সদস্যরা ছিলেন। ওমান ফেরত সেই প্রবাসীকে ঢাকা বিমানবন্দর থেকে নিয়ে বাড়ি ফেরার পথে চালক ঘুম ঘুম অবস্থায় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে মাইক্রোবাসটি সোজা খালে পড়ে যায়।
দুর্ঘটনার সময় গাড়িতে মোট ১১ জন ছিলেন। চালকসহ ৪ জন প্রাণে রক্ষা পেলেও পেছনের সিটে বসা ৭ জন ঘটনাস্থলেই প্রাণ হারান। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় হস্তান্তর করে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন ভূঁইয়া বলেন, ‘মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
এই দুর্ঘটনা গোটা এলাকাজুড়ে শোকের ছায়া ফেলেছে। স্বজন হারানোর বেদনায় মুহ্যমান হয়ে পড়েছেন স্থানীয়রা।
মন্তব্য করার জন্য লগইন করুন!