logo

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

logo

BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

হোম - জাতীয়- নৃশংস হত্যার বিরুদ্ধে এক কণ্ঠে দেশ, পারভেজ হত্যার বিচার চাই

নৃশংস হত্যার বিরুদ্ধে এক কণ্ঠে দেশ, পারভেজ হত্যার বিচার চাই

বিশ্ববিদ্যালয়ের সামনে দুই নারীর সামনে হাসাহাসির জেরে শনিবার (১৯ এপ্রিল) বিকেলে একদল যুবক তাকে ছুরিকাঘাত করে হত্যা করে

নৃশংস হত্যার বিরুদ্ধে এক কণ্ঠে দেশ, পারভেজ হত্যার বিচার চাই

ইমন সরকার, ভালুকা উপজেলা প্রতিনিধি।।
খুণ, গুম, হত্যা রাহাজানি দিন দিন যেন বেড়েই চলেছে।  রাজধানীর বনানীতে নৃশংসভাবে খুন হওয়া প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম পারভেজ (২২)-এর মৃত্যুর ঘটনায় রাজধানী থেকে গ্রামীণ জনপদ পর্যন্ত নেমে এসেছে শোকের ছায়া ও ক্ষোভের জোয়ার।

বিশ্ববিদ্যালয়ের সামনে দুই নারীর সামনে হাসাহাসির জেরে শনিবার (১৯ এপ্রিল) বিকেলে একদল যুবক তাকে ছুরিকাঘাত করে হত্যা করে। পারভেজের সহপাঠীরা জানান, এটি ছিল পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতার সুযোগ নিয়েই এই ঘটনা ঘটে।

রবিবার (২০ এপ্রিল) সকাল ১২টা ৩০ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পারভেজের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর দুপুর ১টা ৩০ মিনিটে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের নিজ ক্যাম্পাসে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশ নেন। বিকেলে মরদেহ পৌঁছায় ময়মনসিংহের ভালুকা উপজেলার নিজ গ্রাম কাইচানে। সেখানে এশার নামাজের পর অনুষ্ঠিত হয় পারভেজের তৃতীয় ও শেষ জানাজা। জানাজায় উপস্থিত ছিলেন হাজারো মানুষ। পরে পারিবারিক কবরস্থানে পারভেজকে দাফন করা হয়।

প্রায় ৯ বছর ধরে কুয়েতে থাকেন পারভেজের বাবা জসিম উদ্দিন। দুই সন্তানের সুন্দর ভবিষ্যতের আশায় প্রবাসী বাবা বাড়িতে একটি একতলা নতুন বাড়িও করেছেন। বাবা প্রবাসে থাকায় নতুন বাড়িটির সব কাজ একাই করিয়েছেন জাহিদুল। শনিবার (১৯ এপ্রিল) ছেলের মৃত্যুর খবর পেয়ে রাতেই দেশে রওয়ানা দেন বাবা জসিম উদ্দিন। রবিবার (২০ এপ্রিল) সকাল ৭টার দিকে তিনি গ্রামের বাড়িতে এসে পৌঁছান।

সন্তানের শোকে পাগলপ্রায় মা পারভীন আক্তার বারবার আহাজারি করে মূর্ছা যাচ্ছেন, কখনও কখনও জ্ঞান হারাচ্ছেন। জ্ঞান ফেরার পর আবারও কান্না শুরু করেন। পারভীন আক্তার বলেন, ‘হেরারে আমার সামনে আন, আমি জিগাই কী অপরাধ আছিন আমার পুতের। কের লাইগ্যা আমার পুতেরে মারল হেরা। আমার স্বর্ণের পুতেরে হেরার মাইরালাইলো।’ সন্তানের শোকে পাগলপ্রায় মায়ের চিকিৎসায় বিকেলে চিকিৎসক ডাকা হয় বাড়িতে।

বাবা জসিম উদ্দিন বলেন, ‘সম্পূর্ণ জীবনটাই শেষ করে দিলাম সন্তানদের লাগি। সন্তানের জন্য টাকা-পয়সার দিকে তাকাই নাই, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং পড়াইতেছি। আমার যত আয়রোজগার সব দুই সন্তানের পিছনে খরচ করি। আমার দুই সন্তানের মতো মেধাবী এলাকায় খুব কম।’

আহাজারি করতে করতে জসিম বলেন, ‘কেন হত্যা করল আমার ছেলেরে? কী অপরাধ ছিল ছেলের? আমার ছেলেরে কেন নৃশংসভাবে হত্যা করল? আমারে মাইরালাইতো। আমার সন্তানই যদি না থাকে আমার বাইচ্যা থাইকা কী লাভ? আমার এই বাড়ি দিয়া কী করি? তারা দুইটা হাত-পা ভাইঙ্গা দিত। খালি মুখ দিয়া আমায় আব্বা কইয়া ডাক দিত। আমি আমার সন্তানের আব্বা ডাকটা শুনতাম। যারা আমার সন্তানকে হত্যা করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। প্রকাশ্যে হত্যাকারীদের ফাঁসি হলে আমার ছেলের আত্মায় শান্তি পাইব।’

এই নির্মম হত্যাকাণ্ডে দেশের নানা প্রান্ত থেকে ক্ষোভে ফেটে পড়েছে মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষ বলছেন—"আজ পারভেজ, কাল হয়তো আরেকজন! বিচার না হলে অপরাধীদের সাহস আরও বাড়বে।"

সোমবার (২১ এপ্রিল) ভোরে পারভেজ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে বনানী থানা পুলিশ। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন মো. আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) ও আল আমিন সানি (১৯)।
কামালের বাড়ি খুলনার তেরখাদা থানার বিলদুড়িয়া গ্রামে। তার বাবার নাম মো. মাহবুবুর রহমান।
জুনায়েদের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলায়। তার বাবার নাম মো. লাল মিয়া।
সানির বাড়ি জামালপুরের সরিষাবাড়ি উপজেলার যোগাদহ গ্রামে। তার বাবার নাম সুলাইমান শেখ।

পুলিশ জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে মহাখালীর ওয়্যারলেস গেট ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজেও তাদের উপস্থিতি দৃশ্যমান ছিল।

পুলিশ বলছে, আটক আসামিরা মামলার এজাহারনামীয় এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অজ্ঞাতনামা পলাতক আসামিদের চেনে এবং তাদের অবস্থান সম্পর্কে জানে।

বনানী থানার পরিদর্শক (অপারেশনস) এ কে এম মইনুদ্দিন বলেন, আটক তিনজনের কেউই ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন। তারা প্রধান তিন আসামির বন্ধু। গ্রেপ্তার তিনজন ও আটক তিনজন বনানী বিদ্যানিকেতন স্কুলে পড়াশোনা করেছেন। আসামিদের ডাকে তারা সেদিন ঘটনাস্থলে গিয়েছিলেন।


ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।
সোমবার (২১ এপ্রিল)—সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ছাত্রদল জানিয়েছে, এই হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, নইলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।



পারভেজের নিজ এলাকা ময়মনসিংহের ভালুকা উপজেলাতেও তার হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর ছাত্রদলের ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ পৌর এলাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন পৌর ছাত্রদলের আহ্বায়ক মিয়াদুল হক খান। বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাজেদুল হাসান মইন, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকরামুল হাসান কায়েস, যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ, ছাত্রদলের সদস্য হুমায়ুন আহমেদ, মানিক ও কলেজ শাখার রোহাদ মিয়া প্রমুখ।


আরও পড়ুন

ছাত্র আন্দোলনে গুলির নির্দেশদাতা পুলিশ কর্মকর্তারা গা-ঢাকা

ছাত্র আন্দোলনে গুলির নির্দেশদাতা পুলিশ কর্মকর্তারা গা-ঢাকা

বিক্ষোভকারী ছাত্রদল নেতারা বলেন, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে নিজ ক্যাম্পাসে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। ভালুকা ছাত্রদলের পক্ষ থেকে এই হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়।

এই নির্মম হত্যাকাণ্ড যেন কোনোভাবেই সাধারণ একটি ঘটনা হিসেবে ভুলে না যায় জাতি।
পারভেজের বন্ধুরা, পরিবার, এলাকাবাসী এবং সহপাঠীরা সবাই আজ এক কণ্ঠে বলছে
পারভেজ হত্যার বিচার চাই। এই বিচার হোক নজির স্থাপনকারী।

মন্তব্য করুন ( 0 )

মন্তব্য করার জন্য লগইন করুন!

আরও খবর দেখুন

নৃশংস হত্যার বিরুদ্ধে এক কণ্ঠে দেশ, পারভেজ হত্যার বিচার চাই

বিশ্ববিদ্যালয়ের সামনে দুই নারীর সামনে হাসাহাসির জেরে শনিবার (১৯ এপ্রিল) বিকেলে একদল যুবক তাকে ছুরিকাঘাত করে হত্যা করে

বিডিসিএন ২৪, নিজস্ব প্রতিনিধি

image

ইমন সরকার, ভালুকা উপজেলা প্রতিনিধি।।
খুণ, গুম, হত্যা রাহাজানি দিন দিন যেন বেড়েই চলেছে।  রাজধানীর বনানীতে নৃশংসভাবে খুন হওয়া প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম পারভেজ (২২)-এর মৃত্যুর ঘটনায় রাজধানী থেকে গ্রামীণ জনপদ পর্যন্ত নেমে এসেছে শোকের ছায়া ও ক্ষোভের জোয়ার।

বিশ্ববিদ্যালয়ের সামনে

দুই নারীর সামনে হাসাহাসির জেরে শনিবার (১৯ এপ্রিল) বিকেলে একদল যুবক তাকে ছুরিকাঘাত করে হত্যা করে। পারভেজের সহপাঠীরা জানান, এটি ছিল পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতার সুযোগ নিয়েই এই ঘটনা ঘটে।

রবিবার (২০ এপ্রিল) সকাল ১২টা ৩০ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পারভেজের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর দুপুর ১টা ৩০ মিনিটে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের নিজ ক্যাম্পাসে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশ নেন। বিকেলে মরদেহ পৌঁছায় ময়মনসিংহের ভালুকা উপজেলার নিজ গ্রাম কাইচানে। সেখানে এশার নামাজের পর অনুষ্ঠিত হয় পারভেজের তৃতীয় ও শেষ জানাজা। জানাজায় উপস্থিত ছিলেন হাজারো মানুষ। পরে পারিবারিক কবরস্থানে